বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

নিয়ামতপুরে জীববৈচিত্র্য সংরক্ষণে তারুণ্যের ভাবনা শীর্ষক সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৪
নিয়ামতপুরে জীববৈচিত্র্য সংরক্ষণে তারুণ্যের ভাবনা শীর্ষক সভা
ছবি: যায়যায়দিন

নওগাঁর নিয়ামতপুরে জীববৈচিত্র্য সংরক্ষণে তারুণ্যের ভাবনা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা বনবিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ, স্হানীয় সাংবাদিক প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় জীববৈচিত্র্য সংরক্ষণে তরুণদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন বক্তারা। সভা শেষে প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন ইউএনও মেহেদী হাসান।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে