শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেন্সাস ইউনিয়নের বেড়াচাক্কি এলাকায় মেসার্স আর.বি.এম ব্রিকস নামে র্দীঘদিন ধরে গড়ে উঠেছে একটি ইটভাটা। বছরের পর বছর ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স্ ছাড়াই চলছে এ ইটভাটার কার্যক্রম। সম্প্রতি ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যামান অদালতের মাধ্যমে এ ইটভাটটি বন্ধ ঘোষনা করলেও এখানো পুরোদমেই চলছে ইট প্রস্তুত কার্যক্রম।
ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন সুত্র জানায়, মেসার্স আর.বি.এম ব্রিকস নামে ইটভাটা ’র পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় গত ৭ জানুয়ারী ২৫ তারিখে একটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ইটভাটা’র কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল ভ্রাম্যমাণ আদালতে অবৈধ এ ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আদেশসহ দুই লাখ টাকা জরিমানা করেন ভাটা মালিককে। ইটভাটার মালিক শাহাদাৎ হোসেন জরিমানার অর্থ পরিশোধ করেছেন।
কীভাবে কত দিন ধরে ইটভাটার কর্যক্রম চালু হয়েছে এমন প্রশ্নের জবাবে ইটভাটার ম্যানেজার মনসুর আহম্মদ বলেন, অভিযান হয়েছে, অফিসে ভ্যাট টেক্স দিয়েই আমরা চালু করেছি। আমি এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি নই। আপনারা আমাদের কোম্পানীর মালিকের সাথে কথা বলেন।
ইটভাটার মালিক শাহাদাত হোসেন মুঠোফোনে বলেন, আমি অনেক লোকশানের মধ্যে আছি। এখানো সব ইট পুড়ে শেষ করতে পারি নাই। আপনারা আমার ক্ষতি করবেন না।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, যদি ইটভাটা পুনরায় চালু হয়ে থাকে তাহলে ইউএনও স্যারের সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।
যাযাদি/ এমএস