মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পাচারকালে উদ্ধার বিপন্ন প্রজাতির ১১ টি হনুমান জব্দ, ৩ জনের কারাদন্ড

গাজীপুর প্রতিনিধি
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৫
পাচারকালে উদ্ধার বিপন্ন প্রজাতির ১১ টি হনুমান জব্দ, ৩ জনের কারাদন্ড
ছবি: সংগৃহীত

বন‍্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বৃহস্পতিবার ঢাকার যাত্রাবাড়ী মাতুয়াইল শামিমবাগ এলাকায় অভিযান চালিয়েছে বন‍্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এসময় তিন পাচারকারী ও একটি প্রাইভেট কারসহ ১১ টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান জব্দ করা হয়।

বন‍্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন‍্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা শারমীন আক্তারের নির্দেশে মাতুয়াইল শামিমবাগ রাস্তায় বৃহস্পতিবার সকালে ১১টার দিকে অভিযান চালানো হয়।

এসময় তিন পাচারকারী ও একটি প্রাইভেট কারসহ ১১ টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান জব্দ করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে বন‍্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা ) আইন, ২০১২ এর ধারা ৩৪(খ) এবং ৩৯ মোতাবেক বন‍্যপ্রানী পরিদর্শক নিগার সুলতানা প্রশিকিউশন প্রদান করলে ভ্রাম্যমান আদালতের বিচারক ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র এসিস্ট‍্যান্ট কমিশনার ও এক্সিকিউটিভ ম‍্যাজিস্টেট অনিক সাহা ৩জনকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড এবং প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন এবং ১১ টি মুখপোড়া হনুমানদের পরিপালনে নিমিত্তে সাফারী পার্কের পাঠানোর নির্দেশ দেন।

মুখপোড়া হনুমানদের চট্টগ্রাম হতে কুষ্টিয়ায় বিক্রির উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে