বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নায়ক রুবেলের মৃত্যুর খবর গুজব

যাযাদি ডেস্ক’
  ৩০ এপ্রিল ২০২৫, ১৭:৪০
নায়ক রুবেলের মৃত্যুর খবর গুজব
ছবি: চিত্রনায়ক রুবেল

চিত্রনায়ক রুবেলকে নিয়ে বেশ কিছুদিন ধরে হঠাৎ হঠাৎ মৃত্যুর গুজব ওঠে। ফেসবুকে কে বা কারা গুজব ছড়ায়। মৃত্যু নিয়ে মিথ্যা কথা ছড়ানোর নিয়ে এবার রুবেলের বড় ভাই ক্ষোভ ঝাড়লেন। এ–ও জানালেন, গুজবকারীকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ফেসবুকের বিভিন্ন ফেক আইডি থেকে চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব ছাড়ানো হয়। বিষয়টি নজরে আসার পর এক ফেসবুক পোস্টে অভিনয়শিল্পী বড় ভাই সোহেল রানা লিখেছেন, ‘সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যুসংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’

দুই ভাইয়ের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে সোহেল রানা লিখেছেন, ‘আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। মিথ্যা প্রচারে নাকি আইনি ব্যবস্থা নেওয়া যায়, যদি এমন ধরনের বাজে কথা প্রচার আবার কেউ করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে