একটু আদরে আমাকে রাখো : মাহিয়া মাহি
প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ১৩:৫৮

অভিনয়ের পাশাপাশি নেটদুনিয়াতেও সরব আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।
নায়িকা প্রায়ই ফেসবুকে তার ব্যক্তিগত জীবন, অনুভ‚তি বা কাজের আপডেট দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আজ বুধবার একটি পোস্ট করেছেন মাহি।
লিখেছেন, ‘একটু আদরে আমাকে রাখো।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। তার এই আবেগঘন স্ট্যাটাসটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।
জন্ম দিয়েছে নতুন আলোচনার! ভক্তদের একাংশ মনে করছেন, মাহি হয়তো তার জীবনের শূন্যতা, একাকীত্ব প্রকাশ করেছেন। আবার কারো মতে- এটি হয়তো কোনো গানের লাইন বা সিনেমার সংলাপও হতে পারে।
তবে মাহিয়া মাহি এ বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলেননি। তার এই রহস্যময় পোস্ট ভক্তদের মনে তৈরি করেছে নানা প্রশ্ন। তিনি কি সত্যিই মানসিকভাবে কিছুটা একাকী বোধ করছেন, নাকি এটি কেবলই তার মনের অনুভ‚তি প্রকাশ?
যাযাদি/আর