১৩ বছরের প্রেমিকাকে স্ত্রী করে ঘরে তোলার ঠিক দুই মাসের মাথায় জীবনের সবচেয়ে বড় পুরস্কারটিই যেন এসে ধরা দিল আদনান আল রাজীবের হাতে।
পরিচালক ও প্রযোজক হিসেবে দেড় দশকেরও বেশি সময় পার করলেও এত বড় আন্তর্জাতিক স্বীকৃতি আর কোনো দিন পাননি। সে সুখবরও এল এমন এক মুহূর্তে, যখন তার পাশে জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয় আদনানের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। বাংলাদেশি কোনও নির্মাতার জন্য এ অর্জন একেবারেই নজিরবিহীন।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদনান বলেন, ‘আমার মনে হচ্ছে বউ আমার জন্য লাকি চার্ম। বিয়ের পরই ভাগ্য খুলে গেছে। প্রথম ভাগ্যটাই খুলল কান দিয়ে। ইনশা আল্লাহ সামনে আরও ভালো কিছু হবে।’
তার কণ্ঠে তখন উচ্ছ¡াস, উত্তেজনা আর বিশ্বাসের মিশেল, যেন বাস্তবকে বিশ্বাস করতে পারছেন না। বলেন, ‘অদ্ভুত একটা অভিজ্ঞতা। পুরোটাই স্বপ্নের মতো লাগছে। ডুবে যাচ্ছি, আবার ভেসে উঠছি। বোঝানো যাবে না, হার্টবিট বেড়ে যাচ্ছে।’
‘আলী’ চলচ্চিত্রটি মাত্র ১৫ মিনিটের হলেও এতে রয়েছে মানবিক গল্প, কারিগরি উৎকর্ষ আর নির্মাতার একাগ্রতা। কান উৎসব কর্তৃপক্ষ জানায়, সাড়ে চার হাজার ছবির ভিড়ে নির্বাচিত হয়েছে ‘আলী’। এমন অর্জনে শুধু পরিচালকই নয়, উচ্ছ¡সিত পুরো টিম, আর সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন আদনান।
এই সাফল্যের পেছনে এক দীর্ঘ যাত্রা রয়েছে আদনানের। নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্র মিলিয়ে ১৮ বছরের পেশাগত জীবনে বহু কাজ করলেও এমন আন্তর্জাতিক স্বীকৃতি এই প্রথম। কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের কোনো ছবি মনোনয়ন পাওয়াই ছিল অভাবনীয়, আর সেটিই এবার বাস্তব করেন আদনান। আর এই সাফল্য আসে জীবনের সবচেয়ে রোমান্টিক অধ্যায়ের পরপরই।
১৩ বছর ধরে প্রেম করেছেন অভিনেত্রী মেহজাবীনের সঙ্গে। অনেক দিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরের ১৪ ফেব্রæয়ারি তারা বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেন। বিয়ের খবরটি মেহজাবীন নিজেই ফেসবুকে জানিয়ে লেখেন, ‘১৩ বছর পর, আমরা এখানে পৌঁছেছি। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, সব সাফল্য একসঙ্গে উদ্যাপন করেছি, দুঃসময় পেরিয়ে এসেছি... ২০২৫ সালের ১৪ ফেব্রæয়ারি আমাদের বন্ধন চিরস্থায়ী হয়েছে।’ দুজনের সম্পর্ক নিয়ে অনেক আগেই বিনোদন অঙ্গনে ফিসফাস শুরু হয়।
বিভিন্ন সময় একসঙ্গে ভ্রমণের ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তখনও তারা ছিলেন নীরব। মাঝে মাঝেই ইনস্টাগ্রামে নিজেদের রোমান্টিক মুহূর্ত পোস্ট করতেন দুজনেই। এমনকি কয়েক বছর আগে বিয়ের গুঞ্জন উঠলেও তারা মুখ খোলেননি। শেষমেশ সবকিছুই সত্যি হয়, প্রেম পূর্ণতা পায় বিয়েতে, আর বিয়ের পরপরই আসে কান-এর মতো বিশাল এক স্বীকৃতি।
আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব, চলবে ২৪ মে পর্যন্ত। এরই মধ্যে উৎসবে অংশ নিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন আদনান। তিনি জানান, ভিসার প্রক্রিয়া শেষ হলেই ঢাকা ছাড়বেন। আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য এক স্বপ্নপূরণের মতো।
আর এ স্বপ্নের শুরু যেন হয় ভালোবাসার দিনেই, ১৪ ফেব্রæয়ারি, বিয়ের পরপরই। ভাগ্য খুলেছে, তবে সেটা শুধু কান দিয়ে নয়, যেন ভালোবাসার পরশেও।
যাযাদি/আর