করোনা মহামারির সময়ে এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেয় ছোট্ট একটি জগৎ, যা কিনা বাইরের ভীতিকর বাস্তবতায় ধীরে ধীরে ফিকে হতে থাকে। ফাটল ধরাতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্কেও।
বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভ‚তির মাঝে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান ‘জয়া আর শারমিন’। দুই নারী জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প এটি।
অবশেষে নির্মাণের পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে আসছে ‘জয়া আর শারমিন’ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন পিপলু আর খান। করোনা মহামারীর সময়ে শুরু হয়েছিল এই সিনেমার শুটিং।
মাত্র ১৫ দিনে, মহামারির কঠিন সময়ে সীমিত একটি টিমের সহযোগিতায় এটি নির্মিত হয়েছে। সিনেমায় জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের দক্ষ অভিনেত্রী মহসিনা আক্তার।
গত রোববার জয়া আহসান সিনেমাটির একটি মোশন পিকচার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘কিছু গল্পের মুহূর্ত খুঁজে পেতে সময় লাগে। এমন এক সময়ে চিত্রায়িত যখন পৃথিবী স্থবির ছিল,আমাদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “জয়া আর শারমিন” নীরবে অপেক্ষা করছিল।
৫ বছর পর, এটি অবশেষে আপনার সামনে আসতে প্রস্তুত। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি দুই নারীর গল্প যারা নিজেদের ক্ষতি, বন্ধুত্ব এবং নারীত্বের গল্পে আবদ্ধ। শীঘ্রই আসছে।’
সিনেমাটি নিয়ে এর আগে জয়া আহসান বলেছিলেন, ‘জয়া আর শারমিন দু’জন নারীর অচেনা ভুবনের গল্প এটি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত, অনুক্ত, অব্যক্ত অনুভ‚তির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুটিং করা ছোট্ট একটা ছবি কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভ‚তিকে নাড়া দেবে।’
সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে পিপলু আর খান এবং নুসরাত ইসলাম মাটি। জয়া আহসান এবং মহসিনা আক্তার ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।
প্রযোজনায় আছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সি-তে সিনেমা। খুব শিগগিরই সিনেমার মুক্তি তারিখ ঘোষণা করা হবে।
যাযাদি/আর