মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ভারত ধর্ষকদের আখড়া: অভিনেতা অভিষেক

যাযাদি ডেস্ক
  ২৯ এপ্রিল ২০২৫, ১১:০৪
ভারত ধর্ষকদের আখড়া: অভিনেতা অভিষেক
অভিষেক উপমন্যু

উত্তপ্ত ভারত। গত ২২ এপ্রিল কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগামে হামলায় ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় নিস্তব্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারা। সবাই নিজ নিজ জায়গা থেকে ক্ষোভ প্রকাশ করছেন।

উত্তপ্ত ভারত। গত ২২ এপ্রিল কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগামে হামলায় ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় নিস্তব্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারা। সবাই নিজ নিজ জায়গা থেকে ক্ষোভ প্রকাশ করছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। এ অবস্থায় প্রতিপক্ষ পাকিস্তানের এক নাগরিকের মন্তব্যকে সমর্থন করে যেন বিপাকে পড়লেন ভারতীয় কৌতুকশিল্পী অভিষেক উপমন্যু।

স্বাভাবিকভাবেই বর্তমানে কঠিন সময় কাটছে ভারতীয় কৌতুকশিল্পীদের। কেউ মা-বাবা নিয়ে কুৎসিত রসিকতা করে আইনি বিপাকে পড়ছেন, আবার কেউ রাজনীতিবিদদের নিয়ে মন্তব্য করে ‘ব্ল্যাক লিস্টেড’ হচ্ছেন। রায়না, রণবীর এলাহাবাদিয়া কিংবা কুণাল কামরার মতো শিল্পীরা এখন বিপাকে। আর এখন ভারতীয় নেটিজেনদের রোষানলে পড়লেন অভিষেক।

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় এক নেটিজেন পাকিস্তানিদের নিয়ে বাজে মন্তব্য করেছিলেন।

সেখানে পাকিস্তানি এক নাগরিক মন্তব্য করে লিখেছিলেন, ‘রুচিবোধ নেই একদমই। পুরো বিশ্ব তো আপনাদের দেশকে ধর্ষকদের আখড়া বলে চেনে। সেটাই ঠিক। অধিকাংশ ভারতীয়দের কুরুচিকর মন্তব্যে হাসি পায়। পশ্চিমা দেশগুলোর কাছে আপনারা বর্ণবৈষম্যেরই যোগ্য।’

পাকিস্তানি নাগরিকের এমন মন্তব্যে পাল্টা মন্তব্য করেন কৌতুক অভিনেতা অভিষেক। তিনি প্রতিবেশী দেশের নেটিজেনের মন্তব্যকে সমর্থন জানিয়ে ‘হ্যাঁ’ লেখেন। আর তাতেই শুরু হয় শোরগোল।

সূত্রের খবর, রোষানলে পড়ে নাকি এক্স হ্যান্ডেলের (সাবেক টুইটার) প্রোফাইল নিষ্ক্রিয় করেছেন এ তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে