কাশ্মীর নিয়ে ভারতীয় সিনেমায় সেনারা হিরো, বাস্তবে কেন জিরো?

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ১৫:০২

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

বলিউডের অ্যাকশনধর্মী সিনেমা মানেই ভারতীয় সেনাদের বিজয়। কখনো পাকিস্তানের সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে সব তো আবার কখনো হামলা করছে আফগানিস্তানের কথিত জঙ্গি আস্তানায়। 

এসবে আবার কখনোই হারেনা ভারতীয় সেনারা, বরাবরই বিজয়ের আনন্দের হাসি হাসে তারা। 

তবে, সিনেমার এসব যে বাস্তবে কতটা কঠিন তা ভারতের দাদাবাবুরা এখন ভালোই বুঝতেছে। নেটিজেনরা এসব নিয়ে রীতিমতো ট্রল করছে ভারতীয় অভিনেতা থেকে শুরু করে ভারতীয় সেনাদেরও।

সিনেমার সুপার হিরো ভারতীয় সেনারা সম্প্রতি ঘটে যাওয়া কাশ্মীর হামলায় যে নাস্তানাবুদ হয়েছে তা তো সকলের সামনেই দৃশ্যমান। 

সম্প্রতি ঘটে যাওয়া সেই হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটলেও ভারতীয় সেনারা কিছুই করতে পারেনি। উল্টো শাক দিয়ে মাছ ঢাকতে কোন রকমের তদন্ত ছাড়াই সম্পূর্ণ দায়ভার দিচ্ছে চিরশত্রু পাকিস্তানের ওপর। 

শুধু এতটুকুই নয় এই ঘটনার রেশে দুদেশের সম্পর্ক এখন যুদ্ধে ক্ষেত্রে নামার পর্যায়ে। দুদেশের সেনারা ভারী সব অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। মাঝেমধ্যেই ঘটছে গোলাগুলি ঘটনাও।

 
বলিউডের সিনেমায় ভারতীয় বায়ুসেনাদের বেশ দাপটের সঙ্গে পাকিস্তানী বিমান বাহিনীর সাথে লড়তে দেখা যায়। শুধু কি লড়ে? রীতিমতো নাস্তানাবুদ করে জয় ছিনিয়ে আনে পাকিস্তানের সাথে হওয়া প্রতিটি যুদ্ধে। 

কিন্তু বিধিবাম যেনো বাস্তবতায়, কাশ্মীর হামলার রেশে ভারতীয় বিমানসেনা পাকিস্তানে হামলা চালাতে গিয়ে নিজ দেশেরই জনগণের বাড়ির ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটিয়ে পুরো বাড়িই ধ্বংশস্তুপে পরিণত করেছে। যা ইতিমধ্যে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

বাস্তবতা যে সিনেমার সেই অজয় দেবগান বা অক্ষয় কুমারের সিনেমা গুলোর মতো হয়না তা হারে হারে টের পাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। 

এদিকে কাশ্মীর হামলার ঘটনায় আন্তর্জাতিক একটি গণমাধ্যমের তথ্যমতে, এই হামলার কথা আগে থেকেই অবগত ছিলো ভারতীয় সেনারা। 

শুধু তাই নয় হামলা শুরু হওয়ার ২০ মিনিটেরও বেশি সময় পর ভারতীয় সেনারা সেখানে পৌছায় যতক্ষণে হামলাকারীরা নিরাপদে সেফ এক্সিট নেয়। ভারতীয় সেনাবাহিনীর এই ব্যর্থতাকে সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করে রীতিমতো সেদেশের নাগরিকরাই সেনাবাহিনীকে ধুয়ে দিচ্ছেন।

এর আগে ২০১৯ সালে ভারত-পাকিস্তান উত্তেজনার সময় সিনেমাটিক স্টাইলে পাকিস্তানের আকাশসীমায় মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে একাই ঢুকে পড়েছিলো ভারতীয় বিমানসেনা পাইলট অভিনন্দন। কিন্তু তার সেই বীরত্ব বেশিক্ষণ টেকেনি। পাকিস্তানী বাহিনী বিমানটিতে হামলা চালিয়ে তা ভূপাতিত করে আর অভিনন্দনকে আটক করে। পরে পাকিস্তান তাকে ভারতের কাছে ফিরিয়ে দেয়। 

তবে ওই ঘটনা এখন আবার নতুন করে আলোচনায় এসেছে, ভারতীয় বায়ুসেনাদের বারবার এমন ব্যর্থতায়। নেটিজেনরা বলিউডের হিরোদের সঙ্গে বাস্তবের সেনা কর্মকর্তাদের তুলনা টেনে ট্রল করছেন ইচ্ছেমতো।

বলিউডের এসব অ্যাকশনধর্মী সিনেমা যে শুধুমাত্র কল্প-কাহিনী কেন্দ্রিক তা এখন বুঝে গেছে ভারতীয় দাদাবাবুরাও। বাস্তবের সাথে এসবের কোন মিল নেই। 

ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে তা এসব সিনেমার কল্প-কাহিনীকে পাশ কাটিয়ে লড়াই হবে শেয়ানে শেয়ানে, এমনটিই মনে করছেন নেটিজেনরা। তবে বেশিরভাগই, বলিউডের এসব সিনেমার মতো যুদ্ধ বা রণক্ষেত্র চাননা বলেই মত দিয়েছেন নেটদুনিয়ায়।