সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ভিন্ন চরিত্রে তানজিন তিশা

বিনোদন রিপোর্ট
  ২৮ এপ্রিল ২০২৫, ১৪:০৪
ভিন্ন চরিত্রে তানজিন তিশা
তানজিন তিশা

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

সময়ের জনপ্রিয় সব তারকা অভিনেতাদের সঙ্গে অভিনয় করে এরই মধ্যে শোবিজ অঙ্গনে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তাও পেয়েছেন বেশ।

সম্প্রতি নতুন একটি নাটকের শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী। নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। ঢাকার বিভিন্ন চমৎকার লোকেশনে হয়েছে শুটিং। নাটকটির নাম ‘দ্য লাস্ট সং’।

সারোয়ার রেজা জিমির গল্প ও চিত্রনাট্যে নির্মিত এ নাটকে তানজিন তিশার বিপরীতে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় অভিনেতা জোভানকে।

যেখানে তানজিন তিশা অভিনয় করেছেন ডিজে হিসেবে। গল্প নিয়ে নির্মাতা তুহিন হোসেন বলেন, ‘নাটকের গল্পটি এগিয়েছে একটি মেয়েকে কেন্দ্র করে, যে কিনা ডিজে হিসেবে কাজ করে। কোনো এক ডিজে পার্টি শেষে মেয়েটি অ্যাকসিডেন্ট করে।

তখন ঘটনাক্রমে পরিচয় হয় একটি ছেলের সঙ্গে। এরপর মেয়েটিকে সাহায্য করা, দেখা করা, শেষে সখ্য বাড়ে দুজনের। এ ভালোবাসা বা সখ্য কি পরিপূর্ণতা পাবে নাকি অন্য কিছু ঘটবে, সেটা জানতে দেখতে হবে নাটকটি।

তবে তিশা যে জাত অভিনেত্রী ও ভালো পারফরমার সেটা বলতে দ্বিধা নেই। জোভান তো পরীক্ষিত একজন অভিনেতা। ভালো লাগবে দুজনের অভিনয়।’ জানা গেছে, নাটকটি ইউটিউব চ্যানেল ও বেসরকারি টিভিতে প্রচার হবে অচিরেই।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে