সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

উচ্ছ্বসিত কিয়ারা আদভানি

বিনোদন ডেস্ক
  ২৮ এপ্রিল ২০২৫, ১৩:২৬
উচ্ছ্বসিত কিয়ারা আদভানি
কিয়ারা আদভানি

দক্ষিণী চলচ্চিত্রের বহুল চর্চিত অভিনেত্রী কিয়ারা আদভানি।

যদিও এরই মধ্যে বেশ কয়েকটি বছর বলিউডে কাটিয়ে দিয়েছেন এই লাস্যময়ী। কিন্তু এখনো আহামরি সাফল্যের দেখা পাননি। তবে ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে নেটিজেনদের কাছে খুব সহজেই আলোচনায় এসেছেন কিয়ারা।

বিশেষ করে খোলামেলা ছবি পোস্ট করার দরুন দ্রæত নেট দুনিয়ায় হইচই ফেলে দেন সুন্দরী তকমা পাওয়া কিয়ারা আদভানি। ফ্যাশন সেন্সের জন্যও সবসময় আলোচনায় থাকেন কিয়ারা। কিছুদিন আগেই এই অভিনেত্রী জানান তিনি মা হতে চলেছেন।

মা হওয়ার আগেই হাতে থাকা সিনেমাগুলোর শুটিং শেষ করে ছুটিতে যাবেন অভিনেত্রী। তবে এবার কিয়ারা খবরের শিরোনামে স্বামীর কাছ থেকে কোটি টাকার উপহার পেয়ে। মা হতে চলা কিয়ারাকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।

আর সেই গাড়ি হলো টয়োটা ভেলফায়ার। বলিউডের অনেক তারকাই এই গাড়ি ব্যবহার করেন। গাড়িটি রয়েছে অজয় দেবগন, অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, কৃতি শ্যানন, অক্ষয় কুমার ও আমির খানের কাছে। জানা গেছে, এই গাড়ির দাম ১ কোটি ১২ লাখ রুপি।

চলতি বছরের ২৮ ফেব্রæয়ারি মা হতে চলার ঘোষণা করেন অভিনেত্রী। জানান, ‘আমাদের জীবনের বড় উপহার আসছে।

অন্তঃসত্ত¡া হলেও কাজ থেকে বিরতি নেই তার। বরং গর্ভাবস্থা এবং কাজ সমানতালে উপভোগ করছেন তিনি।

এমন আবহেই শোনা গেল, এবার ‘মেট গালা’র রেড কারপেটে হাঁটবেন কিয়ারা। চলতি বছর শংকরের সিনেমায় সর্বশেষ দেখা গেছে কিয়ারাকে। ‘গেম চেঞ্জার’ সিনেমায় কিয়ারার সঙ্গে পর্দায় দেখা গেছে দক্ষিণী তারকা রামচরণকে।

তবে বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি সিনেমাটি। কিয়ারার হাতে এখন রয়েছে বড় বাজেটের দুটি সিনেমা। এর মধ্যে একটি ‘ওয়ার ২’, অন্যটি ‘টক্সিক’। এর মধ্যে ‘ওয়ার ২’ চলতি বছর মুক্তি পেতে পারে।

তবে গীতু মোহনদাস পরিচালিত বহুল চর্চিত ‘টক্সিক’ সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে। তারকাবহুল এ ছবিতে কিয়ারা ছাড়াও আছেন যশ, নয়নতারা, তারা সুতারিয়া।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে