বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ভুয়া খবরে বিব্রত ববিতা

বিনোদন রিপোর্ট
  ২৪ এপ্রিল ২০২৫, ১৫:১৮
ভুয়া খবরে বিব্রত ববিতা
ফরিদা আক্তার ববিতা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।

দেশ ও দেশের বাইরে অসংখ্য কালজয়ী সিনেমায় সুনামের সঙ্গে অভিনয় করেছেন জীবন্ত কিংবদন্তি এ তারকা। ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করা দেশবরেণ্য এ অভিনেত্রী টানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি পেয়েছেন আজীবন সম্মাননাও।

সর্বশেষ ‘পুত্র এখন পয়সাওয়ালা’র পর আর তাকে অভিনয়ে দেখা যায়নি। অভিনয় থেকে দূরে থেকে বর্তমানে কানাডা ও আমেরিকাতেই বেশি সময় কাটান তিনি। কিন্তু গত ৫-৬ বছরেরও বেশি সময় ধরে এ তারকা নিজের অবস্থান ব্যাখ্যা করলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নামে একাধিক ভুয়া আইডি চোখে পড়ে।

আর এসব অ্যাকাউন্ট থেকে নানা রকম বিভ্রান্তিকর খবর চাউর করা হচ্ছে। আর এতে বারবার বিব্রত হতে হচ্ছে ববিতাকে। এবারও একই রকম পরিস্থিতিতে পড়তে হলো দেশবরেণ্য এ তারকাকে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে চিত্রনায়িকা ববিতা গুরুতর অসুস্থ। এ নিয়ে নেটিজেনদের মাঝে রীতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়ে। যদিও অভিনেত্রী মোটেও অসুস্থ নন।

গত মঙ্গলবার এ অভিনেত্রী বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। এটা বারবার আমি বলেছি। কারা যেন আমার নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ফেসবুক আইডি তৈরি করেছে এবং তাতে প্রায় প্রতিদিন নানারকম ছবি ও নানা বিষয় আমার নাম দিয়ে পোস্ট করছে।

সোমবার জানতে পারলাম সেই ফেক ফেসবুক আইডিতে একটি স্যালাইনযুক্ত হাতের ছবি পোস্ট করে লেখা হয়েছে ওটা আমার ছবি এবং আমি অসুস্থ, সবার দোয়া চাইছি। পোস্টটি সর্ম্পূণই মিথ্যা। আমি সুস্থ আছি। যারা এসব উদ্দেশ্যপ্রণোদিত কাজ করছে তাদের সতর্ক করে দিয়ে বলতে চাই, অবিলম্বে এ ফেক ফেসবুক আইডি বন্ধ করতে হবে। নইলে শিগগিরই আমি কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।’

ববিতার কাছ থেকে জানা গেল, অ্যাকাউন্ট আসলে সত্য নয়, ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হওয়ায় তিনি ভীষণ দুঃখ পেয়েছেন। তিনি বলেন, আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায় তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি।

এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয়-স্বজনের মনের কী অবস্থা হয়? আমি আসলে এ বিষয়ে কী করব বুঝে উঠতে পারছি না। আমি হাল ছেড়ে দিয়েছি। এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ববিতা।’

ববিতা আরও বলেন, ‘আমি তো জানি আমার কথা। কারণ আমার পরিচিতি কেউ দেখা হলে কখনো কখনো বলে, আপা, আমি তো আপনার ফেসবুকে আছি, আপনার সঙ্গে মেসেজে কথা বললাম। আমি অবাক হয়ে বলি, আমার তো ফেসবুক নেই, কার সঙ্গে কথা বলেছেন।

এভাবে তো বহু প্রতারণা করছে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে।’ বর্তমানে ববিতা ঢাকার গুলশানের বাসাতেই আছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখন ঢাকাতেই আমার বাসায় আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনারা একটু লিখে দেন যে, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, আর আমি সুস্থ অবস্থায় বাসাতেই আছি।’

এর আগে ২০১৯ সালে ববিতা ও তার ছোটবোন অভিনেত্রী গুলশান আরা চম্পার নামে চাঁদাবাজির চেষ্টা চালায় একটি দল। ফেসবুকে এ দুই অভিনয়শিল্পীর নামে আইডি খুলে কারা এমনটা করছেন বুঝতে পারছেন না তারা।

তবে বিষয়টি নিয়ে ভীষণ রকম বিব্রত ও আতঙ্কিত এ দুই অভিনয়শিল্পী। ওই সময় অনেকটা ক্ষুব্ধ হয়ে ববিতা বলেছিলেন, আমি নাকি দেশের বাইরে থাকা অবস্থায় মেসেঞ্জারে কার কার কাছে টাকা চেয়েছি। পুরো বিষয়টি আমার জন্য ভীষণ অস্বস্তিকর। শুরুতে বিষয়টা পাত্তা দিইনি, এখন তো খুব ভীতিকর মনে হচ্ছে।’

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে