দীঘির ‘দেনাপাওনা’

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ১২:২৯

বিনোদন রিপোর্ট
প্রার্থনা ফারদিন দীঘি

খুদে শিল্পী থেকে চিত্রনায়িকা বনে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি সিনেমা, মিউজিক ভিডিওর পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন। 

দীঘি অভিনীত সর্বশেষ সিনেমা ‘জংলি’ মুক্তি পেয়েছে গত ঈদে। এম রাহিম পরিচালিত এ সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে বেশ আলোচনায় আছেন দীঘি। 

এবার নতুন সিনেমায় কাজের খবর দিলেন এই তরুণ নায়িকা। জানা গেছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনাপাওনা’ এবার আসছে বড় পর্দায়। আর এই সিনেমার নায়িকা হচ্ছেন দীঘি। গল্পের নামেই সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি। এটি নির্মাণ করবেন পরিচালক সাদেক সিদ্দিকী। এতে দীঘির নায়ক হবেন চিত্রনায়ক মামনুন ইমন।

‘দেনাপাওনা’ সিনেমায় দীঘির অভিনয়ের কথা আগেই জানা গিয়েছিল। নতুন খবর হচ্ছে, এ সিনেমার মাধ্যমে ইমনের সঙ্গে প্রথম জুটি বাঁধতে যাচ্ছেন দীঘি। 

এতে ছবিতে দীঘি অভিনয় করছেন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার চরিত্রে। বিয়ের পণ দিতে না পারায় নিরুপমার বাবার আত্মহত্যা এবং পরবর্তী করুণ পরিণতি নিয়ে এগোবে সিনেমার গল্প। এ ছাড়া ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের ভ‚মিকায়, যিনি জমিদার পরিবারের সন্তান।

‘দেনাপাওনা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন। ইমন ও দীঘির পাশাপাশি এতে আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি, সাব্বির প্রমুখ।

এ সম্পর্কে দীঘি বলেন, ‘রবীন্দ্রনাথের দেনাপাওনা ছোটগল্পটি প্রায় সবারই জানা। আমারও খুব প্রিয় একটি গল্প। এমন একটি গল্পে কাজের সুযোগ পেয়ে সত্যিই আমি আনন্দিত। এ ছাড়া ইমন ভাইয়ের সঙ্গেও এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করব। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

এই সিনেমায় কাজের খবর জানিয়ে ইমন বলেন, ‘রবীন্দ্রনাথের এই গল্পটি বহু পঠিত, তাই চ্যালেঞ্জটি বেশি। দর্শকরা চরিত্রগুলোর প্রতিটি দিক সম্পর্কে জানেন, সেগুলো যথাযথভাবে তুলে ধরা কঠিন। তবে আমরা চেষ্টা করব পরিচালকের নির্দেশনা মেনে কাজটি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে করতে।’


যাযাদি/আর