বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ধানুশের শুটিং সেটে আগুন

বিনোদন ডেস্ক
  ২২ এপ্রিল ২০২৫, ১৩:৫০
ধানুশের শুটিং সেটে আগুন
ধানুশ

ধানুশের সিনেমার শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গত রোববার তামিলনাড়ুর অনুপাপাট্টি গ্রামে এ ঘটনা ঘটে। সেখানে ধানুশ তার ‘ইডলি কাডাই’ সিনেমার শুটিং করছেন। তবে ঘটনার সময়ে শুটিং সংশ্লিষ্ট কেউই উপস্থিত ছিলেন না।

সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, তামিল নাড়ুর থেনি জেলার অনুপাপাট্টি গ্রামে ধানুশের সিনেমার শুটিং হয়।

এজন্য বড় পরিসরে সেট নির্মাণ করা হয়। দোকান, ঘরবাড়ি, রাস্তা তৈরি করা হয়েছিল। এসবই ধানুশের পরবর্তী সিনেমার জন্য করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে অগ্নিকাÐ ঘটেছে তার সঠিক কারণও জানা যায়নি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

তামিল ভাষার ‘ইডলি কাডাই’ সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয় করছেন নিথিয়া মেনন। এটি পরিচালনা ও সহপ্রযোজক হিসেবেও কাজ করছেন ধানুশ। সবকিছু ঠিক থাকলে আগামী ১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে