সবুজ মোনোকিনিতে একটি ছবি পোস্ট করতেই আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ৪৯ বছর বয়সে এসে হঠাৎ এমন এক ছবি পোস্ট করলেন, যা দেখে অনেকেরই চোখ কপালে।
ছবিতে তার পেটের গঠন দেখে একাংশের প্রশ্ন– ‘তিনি কি অন্তঃসত্ত্বা?’ কে বলবে, এই নায়িকা একসময়ের ‘গদর’ খ্যাত নায়িকা! তার শরীরী ভাষা, স্টাইল এবং চেহারায় বয়সের ছাপ প্রায় নেই বললেই চলে। তবু এই এক ছবিই কৌতূহল তৈরি করেছে নেটিজেনদের মনে।
নেট দুনিয়ায় একের পর এক মন্তব্য– ‘এই বয়সে মা হওয়া সম্ভব?’, ‘তিনি কি গোপনে বিয়ে করেছেন?’, ‘নাকি সারোগেসি?’
আবার অনেকে বলছেন, ‘এটা নিছকই পোশাক ও ক্যামেরার অ্যাঙ্গেলের খেলা।’ এদিকে, এই গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি আমিশা। এমনকি সংবাদমাধ্যমে কোনো বিবৃতিও দেননি। ট্রল এড়িয়ে চলাই যেন তার অভ্যাস।
‘এই মুহূর্তে’ ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিশার পেটের গঠন দেখে কেউ কেউ বলছেন, তিনি সম্ভবত সন্তানসম্ভবা। তবে বাস্তবে এমন বিভ্রান্তিকর ছবি অনেক সময়ই আলো, অ্যাঙ্গেল ও পোশাকের কারণে তৈরি হয়ে থাকে। বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে এমন ঘটনা নতুন কিছু নয়।
সংবাদমাধ্যমে এ খবর প্রকাশের পর বিষয়টি আরও বেশি আলোচনায় চলে আসে। যদিও অনেকেই এই জল্পনা নিছক গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। কেউ কেউ বলছেন, এটি আমিশার তরফে ইচ্ছাকৃতভাবে নজর কেড়ে নেওয়ার স্টান্টও হতে পারে।
বলিউডে আমিশা প্যাটেলের আগমন ঘটে ২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির হাত ধরে, যেখানে হৃতিক রোশনের বিপরীতে তার অভিষেক হয়। এই ছবির সাফল্যে রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি। এরপর ‘গদর: এক প্রেম কথা’ সিনেমায় সানি দেওলের সঙ্গে তার জুটি বিপুল জনপ্রিয়তা পায়। তবে প্রথমদিকে পরপর হিট সিনেমা করার পর ধীরে ধীরে যেন ফিকে হয়ে যেতে থাকেন তিনি।
চিত্রনাট্য বাছাইয়ে ভুল সিদ্ধান্ত, ব্যক্তিগত কিছু বিতর্ক ও ইন্ডাস্ট্রিতে পরিবর্তনের জোয়ারে হারিয়ে যেতে থাকেন আমিশা। মাঝে মাঝে কিছু পার্শ্বচরিত্রে বা অতিথি ভূমিকায় দেখা গেলেও আগের মতো জাঁকজমকপূর্ণ ক্যারিয়ার আর ফিরে পাননি তিনি।
এ ঘটনার আগে সর্বশেষ আলোচনায় আসেন ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘গদর ২’ ছবির সুবাদে। দীর্ঘদিন পর সানি দেওলের বিপরীতে ‘সাকিনা’ চরিত্রে বড় পর্দায় ফিরে দর্শকদের মুগ্ধ করেন তিনি।
ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। তবে শুধু সিনেমা নয়, সে সময় ছবির প্রযোজনা টিম নিয়ে কিছু বিতর্কেও জড়িয়ে পড়েন আমিশা। একাধিক সাক্ষাৎকারে বলেন, ‘চুক্তি অনুযায়ী অনেক বিষয় মানা হয়নি, আমাকেও অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে।’ সেই মন্তব্য ঘিরেও শোরগোল ওঠে।
তবে তিনি সত্যিই মা হতে চলেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু না জানালেও ভক্তদের আগ্রহ চরমে। তার নীরবতা যেন আরও বেশি সন্দেহের জন্ম দিচ্ছে।
এখন দেখার বিষয়, এই ছবির পর তিনি আদৌ কোনো মন্তব্য করেন কিনা, নাকি আগের মতোই চুপ থেকে সবাইকে ধোঁয়াশায় রেখেই যাবেন।