বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপের বিয়েতে এবার দেখা মিলেছে জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ে শোরা সিদ্দিকীর। সেই থেকেই নওয়াজকন্যার সৌন্দর্য বেশ চর্চিত হচ্ছে। শোরার রূপে মুগ্ধ বিয়ে বাড়ির আমন্ত্রিত অতিথিরা।
জানা যায়, বলিউডে কাজ করার ইচ্ছে আছে তার। শোরা যেন দেখতে অবিকল দীপিকা পাড়ুকোন। ভক্তদের অনেকে আদর করে নাম দিয়েছেন জুনিয়র দীপিকা।
সম্প্রতি আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যায়, নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ে শোরা সিদ্দিকী বাবার সঙ্গে আলিয়া কাশ্যপের বিয়েতে অংশ নিয়েছিলেন। সেই থেকে চর্চায় এ তারকা-কন্যা। নেটিজেনরা তো বটেই, শোরার সৌন্দর্যের প্রশংসা করেছেন আলিয়ার বিয়ের অনুষ্ঠানে আসা তারকারাও। এমনকি তাকে অনেকেই ‘মিনি দীপিকা’ বলে অভিহিত করেছেন।
কন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকী তার ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন। যেখানে স্থান পেয়েছে শোরার একাধিক ছবি ও ভিডিও। তবে এই রিল সামনে আসার পর থেকেই নওয়াজকন্যার সৌন্দর্য চোখ কেড়ে নিয়েছে।
ওই পোস্টে ‘Happy Birthday Shora’ লিখে ভিডিও পোস্ট করেন নওয়াজউদ্দিন। এতে কমেন্ট করে অনুরাগ কাশ্যপ লিখেছেন—কী সুন্দর দেখতে। অম্রুতা সুভাষ লিখেছেন—ও কিন্তু ভীষণ সুন্দরী। এক নেটিজেন লিখেছেন—এ তো মিনি দীপিকা। আরেক নেটিজেন লিখেছেন—আমার তো মনে হচ্ছে দীপিকা পাড়ুকোন আর রাধিকা আপ্তেকে গুলে শোরাকে তৈরি করা হয়েছে।
নির্মাতা অনুরাগের মেয়ে আলিয়ার গত বুধবার (১১ ডিসেম্বর) মুম্বাইয়ে একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে শেন গ্রেগের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। নওয়াজউদ্দিন এবং কন্যা শোরা এ দম্পতির বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নিয়েছিলেন এবং পরে নওয়াজকন্যা তার সৌন্দর্য দিয়ে নেটপাড়ার মনযোগ আকর্ষণ করেন। নওয়াজউদ্দিন একটি টিল সবুজ শেরওয়ানি পরেছিলেন এবং শোরা বেছে নেন সবুজ এথনিক পোশাক।
পূর্বেও এই অভিনেতা জানান, তার মেয়ে শোরাও তার পদাঙ্ক অনুসরণ করে অভিনেত্রী হওয়ার পরিকল্পনা করছেন। মাঝে বাবা ও মেয়ের মধ্যে দূরত্বের কথাও সামনে আসে। বিশেষ করে যখন নওয়াজ ও তার স্ত্রী মধ্যে আইনি লড়াই চলছিল। তবে হয়ে গেছে সেই ভুল বোঝাবুঝির অবসান।
কন্যার বলিউডে পা রাখা নিয়ে অভিনেতা জানিয়েছিলেন, সম্পূর্ণ রূপে তিনি এই জার্নিতে শোরার পাশে থাকতে প্রস্তুত। এমনকি মেয়েকে অ্যাক্টিং স্কুলে ভর্তি করিয়েছেন বলেও নওয়াজ জানিয়েছিলেন সেই সময়। কাজের সূত্রে, অভিনেতাকে শেষ দেখা গেছে হরর সিনেমা ‘অদ্ভুত’-এ।
যাযাদি/ এস