প্রেমিককে পুড়িয়ে মারার অভিযোগে ফাখরির বোন গ্রেপ্তার
প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:২৮
বলিউডে রূপের আগুন জ্বালিয়েছিলেন নার্গিস ফাখরি। এবার তার বোন আলিয়া ফাখরির বিরুদ্ধে এসেছে প্রাক্তন প্রেমিককে জ্বালিয়ে মারার অভিযোগ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আমেরিকার কুইনস এলাকার বাসিন্দা আলিয়া। প্রাক্তন ও তার প্রেমিকাকে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে তাকে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, আলিয়ার জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে।
জানা গেছে, আলিয়ার প্রাক্তনের নাম এডওয়ার্ড জেকবস। তার বান্ধবী অ্যানাস্টাশিয়া স্টার ইটেইন। অভিযোগ, দুজন যখন একটি গ্যারেজে ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়।
এ হত্যার জন্য দায়ী করা হচ্ছে আলিয়াকে। স্থানীয়রাও দোষ দিচ্ছেন তার। একজন জানিয়েছেন, কথায় কথায় প্রাক্তনকে মেরে ফেলার হুমকি দিতেন আলিয়া। সে সময় তারা বিষয়টিকে হালকাভাবে নিয়ে হাসতেন। এবার ঘটনা ঘটনাতেই নড়েচড়ে বসেছেন তারা। প্রত্যক্ষদর্শীদের অনেকে সাক্ষী দিতেও সম্মত হয়েছেন আলিয়ার বিরুদ্ধে।
এদিকে জেকবসের মায়েরও আঙুল আলিয়ার দিকে। জানিয়েছেন এক বছর আগে জেকবস ও আলিয়ার সম্পর্ক শেষ হয়েছে। সম্পর্ক শেষ হওয়ার পরও নানা অজুহাতে জেকবের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া।
তবে আলিয়ার মায়ের দাবি, তার মেয়ে নির্দোষ। তিনি খুবই ভালো মনের মানুষ। এরকমই কাজ করতেই পারেন না। নার্গিস ফাখরি অবশ্য এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
যাযাদি/ এস