বাঙালি জাতির বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বীর বাঙালি ছিনিয়ে এনেছিল বিজয়। চলতি মাসেই ফিরে পেয়েছিল স্বাধীনতা। আর বিজয়ের এই মাসে ফেসবুকে নিজের সিদ্ধান্তের কথা জানালেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।
অভিনেত্রীর জানান, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে দেশাত্ববোধক গান শেয়ার করবেন তিনি। আর তারই ধারাবাহিকতায় আজ রবিবার শেয়ার করলেন জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানের লিংকটি।
ক্যাপশনে শাওন লিখেছেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো আজ। ঠিক করেছি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে দেশের গান আমার ফেসবুক পাতায় দেব। যাদের ভালো লাগবে শুনবেন।’
তিনি আরও লিখেছেন, ‘যাদের ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে মানতে কষ্ট হয় তারা দয়া করে এড়িয়ে যাবেন, আমাকে অবন্ধু (আনফ্রেন্ড) করবেন। সবাইকে বাংলাদেশের বিজয়ের মাসের শুভেচ্ছা…।’
তার এই ধরণের আপত্তিকর মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে নানা সমালোচনা চলছে। অনেকের প্রশ্ন স্বাধীনতার ৫২ বছর পরও জাতীকে বিভক্ত করার জন্যই তিনি এমন ইঙ্গিত করেন তিনি।
যাযাদি/ এস