‘আমরা বিবাহিত নই, বন্ধু’
প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫৩
১৯৮৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাভেদ আখতার এবং শাবানা আজমি। আজও তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি সম্মানবোধের রোল মডেল হয়ে আছে এই জুটি।
প্রবীণ গীতিকার ও লেখক জাভেদ আখতার সম্প্রতি বিয়ে এবং অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন।
বরখা দত্তের 'মোজো স্টোরি'-তে কথা বলার সময়, জাভেদ তাদের সম্পর্কের পরিবর্তন নিয়েও আলোচনা করেছেন।
তিনি বিয়েকে সামাজিকভাবে যেভাবে দেখা হয়, তারচেয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর বেশি জোর দিয়েছেন।
সফল সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরে জাভেদ বলেন, 'আসলেই আমরা সেই অর্থে বিবাহিত নই। আমরা বন্ধু'।
বিয়ে নামক সামাজিক প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'বিয়েটিয়ে সব বেকার বিষয়। এটা শত শত বছরের পুরোনো এক প্রথা, যা শত শত বছর ধরে পাহাড় থেকে গড়িয়ে এসেছে। আর পাহাড় থেকে নেমে আসার সময় প্রচুর শ্যাওলা, প্রচুর আবর্জনা আর ময়লা জমে গেছে এর সঙ্গে..'।
জাভেদ 'স্ত্রী' ও 'স্বামী' শব্দের পরিবর্তিত অর্থ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং এই তকমাগুলো বাদ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
তিনি আরও বলেছেন, সম্পর্কটা হওয়া উচিত সমতা এবং বোঝাপড়ার ভিত্তিতে। 'দুইজন মানুষ, তাদের লিঙ্গ নির্বিশেষে, কীভাবে একসঙ্গে সুখে থাকতে পারে? এর জন্য প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক বিবেচনা, এবং একে অপরকে স্পেস দেওয়া।'
প্রবীণ এই লেখক ব্যক্তির নিজের স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গে, সম্পর্কে সঙ্গীকে সমান হিসেবে ভাবার গুরুত্বও উল্লেখ করেছেন।
তিনি বলেন, একটি সুখী সম্পর্ক খুবই সহজ: উভয় ব্যক্তির সুখী হওয়া এবং একে অপরকে সম্মান করা উচিত।
তিনি আরও বলেন, সম্মান ছাড়া ভালবাসা প্রকৃত ভালবাসা নয়। একটি স্বাধীন মানুষের সঙ্গে থাকা, যার নিজস্ব মতামত ও লক্ষ্য রয়েছে, সবসময় সহজ নাও হতে পারে।
তিনি জোর দিয়ে বলেছেন, এটি বোঝা গুরুত্বপূর্ণ যে সঙ্গী কারো সম্পত্তি বা দাস-দাসী নয়, বরং সমান।
এর আগে, জাভেদ আখতার প্রাক্তন স্ত্রী হানি ইরানির সঙ্গে তার বিয়ের বিষয়ে আলোচনা করেছিলেন, যা তিনি শাবানা আজমির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে শেষ হয়েছিল।
প্রাইম ভিডিও সিরিজে কথা বলার সময় এই 'অ্যাংরি ইয়ং ম্যান' তার প্রাক্তন স্ত্রী হানি ইরানিকে তিনি যে কষ্ট দিয়েছিলেন, তা নিয়ে গভীর অনুশোচনা প্রকাশ করেন।
তিনি বলেন, 'সে পৃথিবীতে একমাত্র মানুষ, যার প্রতি আমি অপরাধবোধ অনুভব করি। ওই বিয়ের ব্যর্থতার ৬০-৭০ শতাংশ দায় আমার। যদি এখনকার মতো আমার বিবেচনাবোধ থাকতো, তাহলে হয়তো ভুলগুলো হতো না।'
১৯৮৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাভেদ আখতার এবং শাবানা আজমি। আজও তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি সম্মানবোধের রোলমডেল হয়ে আছে এই জুটি।
যাযাদি/ এস