হিটলারের কালে জন্ম হলে আপনারা হতেন নাৎসি : মোস্তফা সরয়ার ফারুকী

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ১০:৩৪

যাযাদি ডেস্ক
ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সক্রিয় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। নিকট অতীতে আওয়ামী লীগ সরকারের পক্ষে ইনিয়ে-বিনিয়ে তিনি নানা পোস্ট করেছেন।

এ জন্য তাকে ‘আওয়ামী দোসর’ হিসেবে অবহিত করেছেন অনেকেই। এবার তিনিই আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে যারা কাজ করছেন, তাদের নিয়ে ‘হিটলারের দোসর’ বা ‘নাৎসি’ হিসেবে উল্লেখ করেন।

বুধবার (২০ নভেম্বর) সকালে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনার দোসরদের সমালোচনা করে পোস্ট করেন মোস্তফা সরয়ার ফারুকী। এতে তিনি শিল্পী-সাহিত্যিক এবং সংস্কৃতি অঙ্গনে যারা শেখ হাসিনার পক্ষে কাজ করছেন তাদের উদ্দেশ্যে এই পোস্ট দেন। 

পোস্টে তিনি লিখেন, ‘শিল্পী-সাহিত্যিকদের মধ্যে যারা এখনও খুনি হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষশক্তিকে হত্যার উসকানি দিচ্ছেন, তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নেই। আমি জানি না শিল্পী দাবি করা একজন মানুষ কি করে আরেকজন মানুষের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করে!’

গণ-অভ্যুত্থানে যারা কাজ করেছেন, তাদের হত্যার উসকানি-দাতাদের ‘হিটলারের দোসর’ বা ‘নাৎসি’ হিসেবে উল্লেখ করেন এই আলোচিত উপদেষ্টা। স্ট্যাটাসের শেষে শেখ হাসিনার দোসরদের নাৎসি উল্লেখ করে তিনি লিখেন, ‘হিটলারের কালে জন্ম হলে আপনারা হতেন নাৎসি’।

উল্লেখ্য, জার্মানির কট্টর বর্ণবাদী নাৎসি নেতা অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিলেন। হিটলার ও তার ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টির সমর্থকদের নাৎসি বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নির্মম ও ত্রাস হিসেবে পরিচিতি পেয়েছিল নাৎসিরা। তারা বর্ণ, ধর্ম, জাতীয়তা বা ভিন্ন ধারার রাজনীতিকদের নির্মমভাবে অত্যাচার বা হত্যা করতেন। 

যাযাদি/ এস