ফারামগেট... বাকিটা ইতিহাস

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ১১:৩৩

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

১৫ নভেম্বর বঙ্গতে মুক্তি পেয়েছে রাশিদুল কবির রিমনের নাটক ‘ফারামগেট’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও সামিরা খান মাহি।

কিন্তু নাটকের নাম ‘ফার্মগেট’ না হয়ে ‘ফারামগেট’ কেন? “ফার্মগেট এলাকার মানুষের জীবনাচরণ নিয়ে গল্প। তারা তো আধুনিক মানুষের মতো শুদ্ধ করে ‘ফার্মগেট’ বলে না, ফারামগেট বলে। সে কারণে নাটকের নামটিও ‘ফারামগেট’ রাখা হয়েছে”, বলে জানান অভিনেতা সোহেল। সেই সঙ্গে গল্পের কিছুটা আভাসও দিলেন।

জানালেন, গল্পটা এক উচ্চাকাঙ্ক্ষী তরুণকে ঘিরে এগিয়েছে, যার জন্ম দারিদ্র্যের মধ্যে।

তবে নিজেকে বড় অবস্থানে নিতে চায়। কখনো লেগুনার হেল্পার, কখনো টিকিট ব্ল্যাকার, যখন যা পায় তাই করে। এক তরুণী তাকে ভালোবাসে। কিন্তু ভালোবাসাকে এড়িয়ে যেতে চায় সে। এভাবে একটা পরিণতির দিকে এগোয় গল্পটা।

ইতিহাস থেকে...

পড়া কিংবা চাকরির জন্য যারা ঢাকায় আসে, তাদের বেশির ভাগের প্রথম ঠিকানা হয় ফার্মগেট। সোহেল মণ্ডলের ক্ষেত্রেও বিষয়টা একই। 

তিনি বলেন, ‘আমার ছোটবেলা ঢাকায়ই কেটেছিল। তবে মা-বাবার সঙ্গে ঢাকার বাইরে চলে গিয়েছিলাম। ২০০৫ সালের দিকে আবার পড়াশোনার জন্য ঢাকায় ফিরি। তখন ফার্মগেটেই উঠেছিলাম। তেজতুরিবাজারে থাকতাম। পাশেই বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, সেখানে ক্লাস করেছি।’ 

দুই দশক আগের সেই ফার্মগেট আর এখনকার ফার্মগেটের মধ্যে কেমন তফাত ?  ‘অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তখন মেট্রো রেল ছিল না, ফার্মগেটের পার্কটা ছিল, সেখানে খেলাধুলা করা যেত, এখন সেখানে মেট্রো রেলের স্টেশন। ওভারব্রিজটা নতুন করে করা হয়েছে। আনন্দ সিনেমা হল তখন দর্শকের আনাগোনায় গমগম করত। কিছু জিনিস যেমন—কোচিং সেন্টার, বাসস্ট্যান্ড—এসব একই রকম আছে। তবে মানুষের আনাগোনা, অবকাঠামোয় অনেক পরিবর্তন এসেছে।’ 

যাযাদি/ এস