প্রথমবার ঢাকায় আসছে পাকিস্তানের ‘কাভিশ’
প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০৯:২০
প্রথমবারের মতো বাংলাদেশে গাইতে আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’। গত ১৫ নভেম্বর ‘ঢাকা রেট্রো’ কনসার্টে ব্যান্ডটির একটি ভিডিও বার্তা প্রচারের পর থেকেই এ নিয়ে উন্মাদনায় রয়েছেন ভক্তরা। জানা গেল, সত্যিই তাদের ইচ্ছে পূরণ হতে চলেছে।
‘বাচপান’, ‘ফাসলে’, ‘ও ইয়ারা’, ‘তেরে পেয়ার মে’র মতো বেশ কিছু গানে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছে কাভিশ। ঢাকায় তাদের কনসার্টের আয়োজক হিসেবে রয়েছেন ব্লু ব্রিকস কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ব্লু ব্রিকস কমিউনিকেশনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা সারাফ আঞ্জুম বলেন, ‘হ্যাঁ, ঢাকায় আসছে কাভিশ। আমরা ইতোমধ্যে তাদের সঙ্গে কথা বলে সবকিছু চূড়ান্ত করেছি।’জানা গেছে, এ বছরের ডিসেম্বরের শেষদিকে কিংবা আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় পারফর্ম করবে জনপ্রিয় এই ব্যান্ড।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ মিলে গঠন করেন সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ড কাভিশ। আগামী ৮ ডিসেম্বর দুবাইয়ে কোক স্টুডিও লাইভ কনসার্টে গাইবে তারা। সঙ্গে রয়েছেন কাইফি খলিল, আবদুল হান্নানসহ আরও অনেকে।
যাযাদি/ এস