বারী সিদ্দিকী স্মরণে গাইবেন জনপ্রিয় শিল্পীরা

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ১২:৫৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১৩:০১

বিনোদন রিপোর্ট
ফাইল ছবি

মাটি ও মানুষের শিল্পী, সুরের জাদুকর ও প্রখ্যাত বংশী বাদক প্রয়াত বারী সিদ্দিকী ৭০ তম জন্মদিন উপলক্ষে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের আয়োজনে ১৭ই নভেম্বর, রোজ রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায়, বেগম সুফিয়া কামাল  মিলনায়তন শাহবাগ যাদুঘর, বারী সিদ্দিকী স্মরণে স্মৃতি চারণ, গুণীজন সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি ও সংগীতানুরাগী মিনহাজুর রহমান (রাজু ভূঁইয়া) ব্যবস্থাপনা পরিচালক, ভূঁইয়া গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাশিক আহম্মেদ, উপদেষ্টা এটিএন বাংলা,  গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, শরিফ কামাল হোসেন, দেলোয়ার আরজু দা শরফ। উদ্বোধক হিসেবে থাকছেন মোঃ আরফাতুর রহমান আপেল, প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্রের সুপার হিরো ডি.এ তায়েব প্রধান উপদেষ্টা বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করিবেন বিশিষ্ট শিল্পপতি ফিরোজ হায়দার খান উপস্থিত অতিথিরা বারী সিদ্দিকী সম্পর্কে স্মৃতি চারন ও আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী  শফি মন্ডল, ফকির শাহাবুদ্দিন, আশরাফ উদাস, শাহনাজ বেলী, সালমা, কামরুজ্জামান রাব্বী, নোলক বাবু,  গামছা পলাশ, রাজীব, বিউটি, আলম আরা মিনু, এম.এম শফি, জুয়েল সরকার, তামান্না হক, প্রিন্স আলমগীর সহ আরো অনেক। অনুষ্ঠানে সবাই বারী সিদ্দিকী স্যারের সৃতি চারণ করেন ও বারী সিদ্দিকীর জনপ্রীয় গান পরিবেশন করেন। 

বারী সিদ্দিকী জন্মদিন উপলক্ষে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠোপোষক শেখ নজরুল ইসলাম সুমন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন বাংলাদেশ বহুল প্রচারিত জনপ্রিয় চ্যানেল এটিএন বাংলা।

যাযাদি/ এস