বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

স্বামীর ওপর বিয়ন্সে

যাযাদিে ডেস্ক
  ১০ নভেম্বর ২০২৪, ০৯:৪৬
ছবি: সংগৃহীত

বিশ্ব সংগীতাঙ্গনের অন্যতম সম্মানসূচক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস। শুক্রবার স্থানীয় সময় (৮ নভেম্বর) ভোরে ৬৭তম গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়। গ্র্যামি মনোনয়নে রেকর্ড গড়েছেন বিয়ন্সে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, এবার সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। সব মিলিয়ে তার ক্যারিয়ারে গ্র্যামি মনোনয়নের সংখ্যা হলো ৯৯টি। এত মনোনয়নের রেকর্ড অন্য কোনো শিল্পীর দখলে নেই। তবে রেকর্ডিং একাডেমিস টপ প্রাইজ কিংবা অ্যালবাম অব দ্য ইয়ার এখনো জিতেননি এই শিল্পী।

ব্যক্তিগত জীবনে জে-জেডের সঙ্গে ঘর বেঁধেছেন বিয়ন্সে। মজার ব্যাপার হলো, এবার সর্বোচ্চ মনোনয়ন পেয়ে স্বামীর রেকর্ড ভেঙে দিয়েছেন এই গায়িকা। এর আগে গ্র্যামিতে সর্বোচ্চ ৮৮টি মনোনয়ন ছিল বিয়ন্সের স্বামী জে-জেডের।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে