ফরিদুল ইসলাম রুবেলের রচনা ও পলাশ মণি দাসের পরিচালনায় সম্প্রতি নির্মাণ করা হয়েছে বিশেষ নাটক ‘স্বামী বন্ধক’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আখম হাসান, মানসী প্রকৃতি, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, হাসিমুন, ফরিদ হোসাইন প্রমুখ।
গল্পে দেখা যায়- সাইদ কোনো কাজ-কর্ম করতে ভালো লাগে না। স্ত্রী আরশির পক্ষে সংসারের হাল ধরে রাখা কষ্টসাধ্য হয়ে উঠে। তিনবেলা স্ত্রী ঠিকমতো খেতে দিচ্ছে এতেই সে খুশি। সাইদের এইসব কাণ্ড নিয়ে তার বাবা-মা বেশ ক্ষিপ্ত। আরশি কোনো উপায় অন্তর না দেখে পলকের শরাণাপন্ন হয়। কাজে মনোযোগী করতে সিদ্ধান্ত নেয় সাইদকে বন্ধক দিবে। পরিকল্পনা অনুযায়ী পলকের প্রেমিকা মায়ার কাছে সাইদকে বন্ধক দেয়া হয়। সাইদ আরো বেশি খুশি হয়, কারণ সে নতুন বাসায় আরো ভালো খাবার খেতে পারবে। পরিকল্পনা অনুযায়ী মায়া সাইদকে গোয়াল ঘরে থাকতে বলে। একথা শুনে সাইদ উত্তেজিত হলে মায়া জানায় সে তাকে টাকা দিয়ে তার স্ত্রীর কাছ থেকে কিনে নিয়ে এসেছে। এখন মায়ার যা আদেশ তাই তাকে করতে হবে। সাইদ পালিয়ে যেতে চাইলে সে মায়ার হাতে ধরা পড়ে যায়। সাইদকে দিয়ে নানান কাজ করতে বাধ্য করে মায়া। একপর্যায়ে সাইদ বুঝতে পারে একটা মেয়ে কতটা কষ্ট করে একটা সংসার আগলে রাখে। অনুশোচনায় সাইদ আরশির কাছে ক্ষমা চায়। সাইদের এই পরিবর্তনের দেখে পলক ও মায়া বেশ খুশি হয়।
গল্পের এমন নামকরণ প্রসঙ্গে নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল বলেন, ‘স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন মূল্যবান সামগ্রী বন্দকের কথা শুনেছি, কিš‘ স্বামী বন্ধক শুনিনি। এই যে দর্শকদের কাছে ভিন্নভাবে গল্প তুলে ধরা, এইটা নিঃসন্দেহে দর্শকেরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
পরিচালক পলাশ মণি দাস বলেন, ‘গল্পটি এক কথায় অসাধারণ। আসলে একটা অলস স্বামীকে শায়েস্তা করা কোনো স্ত্রীর-ই উদ্দেশ্য নয়, স্বামীকে সঠিক পথে নিয়ে আসাই ছিল মূখ্য উদ্দেশ্য। আমি চেষ্টা করেছি দর্শকদের বিনোদন দেয়ার পাশাপাশি চিত্তকর্ষক চিন্তাকেও জাগ্রত করা।’
যাযাদি/ এসএম