শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৪ বছর পর ‘কাবুলিওয়ালা’

বিনোদন রিপোর্ট
  ১৭ নভেম্বর ২০২০, ১৬:৩২

প্রায় ১৪ বছর আগে বাবা সুব্রতর সঙ্গে ‘কাবুলিওয়ালা’ সিনেমায় মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর তাদের আর একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর ‘তুমি আছ-তুমি নেই’ সিনেমায় দেখা যাবে তাদের। এ সিনেমাতেও বাবা- মেয়ে চরিত্রে অভিনয় করছেন সুব্রত-দীঘি।

শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন দীঘি। নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। সিনেমাটি সেন্সরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। নায়িকা দীঘির দ্বিতীয় সিনেমা ‘তুমি আছ-তুমি নেই’। এটি নির্মাণ করছেন দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমায় দীঘির বিপরীতে আছেন আসিফ ইমরোজ। গাজীপুরের পূবাইলে শুরু হয়েছে এ সিনেমার চিত্রায়ণ।

চিত্রায়ণে অংশ নিয়েছেন দীঘি, সুব্রত চক্রবর্তী, আসিফ ইমরোজ, শবনম পারভীনসহ আরও অনেকে। সিনেমাটি প্রসঙ্গে জানতে চাইলে দীঘি বলেন, ‘আহ্লাদি এক মেয়ের ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। পর্দায় দর্শক মেয়েটির ভালোবাসার গল্প এবং জীবন সংগ্রাম দেখতে পাবে।’

দীঘি জানান, এ সিনেমায় তার বাবার চরিত্রে অভিনয় করছেন তারই বাবা সুব্রত চক্রবর্তী। আর শাশুড়ি চরিত্রে অভিনয় করছেন শবনম পারভীন। ক্যামেরার সামনে বাবার সঙ্গে অভিনয় করতে কেমন লাগে? জানতে চাইলে দীঘি বলেন, ‘বাবার সঙ্গে অভিনয় করতে অনেক ভালো লাগে। এর আগেও আমি বাবার সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছি। কিন্তু পর্দায় আমার বাবা চরিত্রে এটি বাবার সঙ্গে দ্বিতীয় কাজ। আমার বিশ্বাস বাবা-মেয়ের অভিনয় দর্শক বেশ উপভোগ করতে পারবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে