পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশ | ২৭ মার্চ ২০২৫, ১৪:১০

পর্তুগাল প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশীরা। দূতাবাসে দিনব্যাপি নানান কর্মসূচির মাধ্যমে  স্বাধীনতা  দিবস উদযাপন করা হয়।  

দিনের শুরুতে চার্জ ডি'অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন।

বিকাল তিন ঘটিকায় দূতাবাসের হল রুমে দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার এর সঞ্চালনায় এবং মিসেস লায়লা মুনতাজেরী দীনা- চার্জ ডি'অ্যাফেয়ার্স এর সভাপতিত্বে পর্তুগালের প্রবাসী রাজনীতিবিদ,ব্যবসায়ী ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবসের আলোচনার পাশাপাশি জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শিনী করা হয়।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফুটবল ও ক্রিকেট এবং মহিলাদের জন্যে হাড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হয়। ফুটবল খেলায়  ৮ টি দল অংশ গ্রহণ করে পর্তুগাল বাংলা প্রেসক্লাব  প্রথমেই ফাস্ট রাউন্ড  এবং দ্বিতীয় রাউন্ডে দূরদান্ত খেলে ফাইনাল নিশ্চিত করে। ফাইনাল ম্যাচের প্লেনাল্টি শর্টে দু এক গোলে হেরে রানার্সআপ হয়। এবং খেলা শেষে বিজয়ীদের মধ্যে  পুরস্কার বিতরণ করা হয়। 

দূতাবাসের পক্ষ থেকে সকল অতিথিদের জন্যে ইফতারের ব্যবস্থা করা হয়। মহান স্বাধীনতায় এবং জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের জন্যে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষ হয়।

যাযাদি/ এসএম