বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আমিরাতে বৃহত্তর পরিসরে ইফতার ও দোয়া মাহফিল

আবছার তৈয়বী, আবুধাবি থেকে
  ১৭ মার্চ ২০২৫, ১৩:৩৫
আমিরাতে বৃহত্তর পরিসরে ইফতার ও দোয়া মাহফিল
ছবি: যায়যায়দিন

বাংলাদেশী মালিকানাধীন বিশ্ববিখ্যাত সুগগ্ধি প্রস্তুতকারী প্রতিষ্ঠান আলহারামাইন পারফিউমস কোম্পানী এর উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে আজমান প্রদেশে বিভিন্ন দেশের কয়েক হাজার মানুষদের নিয়ে বৃহত্তর পরিসবে খতমে কোরআন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় প্রাঙ্গণে কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকেট চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির (সিআইপি) সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত নানা পর্বের অনুষ্ঠানটি পরিচালনা করেন কোম্পানির পরিচালক মুনিরা রহমান।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্বখ্যাত সুগন্ধি তৈরির প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানি প্রতি বছরের ন্যায় সংযুক্ত আরব আমিরাতে বৃহৎ পরিসরে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। শনিবার আমিরাতের আজমান প্রদেশে প্রতিষ্ঠানের কারখানা প্রাঙ্গণে ইফতার মাহফিলে প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে। এতে দেশ-বিদেশের কূটনীতিক, বাংলদেশী কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি, স্থানীয় আমিরাতে নাগরিক, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করেন। অত্যন্ত সিকিউরিটি দক্ষতার সহিত অনুষ্ঠানে এসময় প্রতিষ্ঠানের কয়েকশ কর্মী পুরো আয়োজনে আপ্যায়নের দায়িত্ব পালন করেন। এর আগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া শেষে ইফতারের আগে বিশেষ মুনাজাত করা হয়। এতে দেশ, জাতি, প্রবাসী এবং বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা করা হয়।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আল হারামাইন পারফিউমস গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমানের মেয়ে মুনিরা রহমান। পরে আমন্ত্রিত অতিথি ও রোজাদারদের প্রতি সম্মান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির (সিআইপি)।

মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির আরো বলেন, দীর্ঘদিন পর সবাই একসঙ্গে সম্মিলিতভাবে ইফতার করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আয়োজনের জন্য যথেষ্ট জায়গাও ছিল। দেশ বিদেশের বিভিন্ন অতিথিরা এসেছেন, প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়েছেন। সব মিলিয়ে এইবারে দশ হাজারেরও বেশি লোক সমাগম হয়েছে। আর এতে আমি আনন্দবোধ করছি এবং মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি।

উল্লেখ্য, ১৯৭০ সালে প্রথম সুগন্ধি বোতল বাজারে আসার পর থেকে আল হারামাইন পারফিউমের ব্যাপ্তি ও খ্যাতি ক্রমশঃই বৃদ্ধি পেতে থাকে। প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, বাংলাদেশ, ইউকে এবং ইউএসএ জুড়ে অসংখ্য দৃষ্টিনন্দন পারফিউম শোরুমের একটি সুগন্ধি নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে জয় করে নিয়েছেন সুগন্ধি প্রিয় ব্যক্তিদের হৃদয়।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির বলেন, স্থানীয় অ্যারাবিয়ান, বিভিন্ন দেশের নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হারামাইন পারফিউম কোম্পানির এই আয়োজন প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা গেছে, এবারের জনসমাগম অন্যান্যবারের রেকর্ড ছাড়িয়ে গেছে। অতীতের চেয়েও অনেক বেশি সংখ্যক নারী-পুরুষ এতে আলাদাভাবে অংশ নিয়েছেন। ইফতার মাহফিলে শৃঙ্খলা ও আপ্যায়নের সুব্যবস্থা সবার নজর কেড়েছে। বৃহত্তর পরিসরে এমন সুন্দর আয়োজন করার জন্য উপস্থিত সকলেই আলহারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির (সিআইপি) সাহেবের ভূয়শী প্রসংশা করেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে