মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

দুবাইয় বাংলাদেশ কনসুলেটে মতবিনিময় সভা

আরব আমিরাত প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬
দুবাইয় বাংলাদেশ কনসুলেটে মতবিনিময় সভা
ছবি : যায়যায়দিন

সংযুক্ত আরব আমিরাতস্থ শারজাহ প্রদেশের সাধারণ প্রবাসীদের সঙ্গে বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের মতবিনিময় সভায় মাত্রাতিরিক্ত বিমান ভাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ প্রবাসীরা৷ এছাড়াও কনস্যুলেটের সেবা সহজিকরণ, মিশনের মাধ্যমেই জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সংশোধনের সুযোগ সহ কনস্যুলেট কর্মকর্তাদের কাছ থেকে সেবাগ্রহীতারা সম্মানপূর্বক আচরণ প্রত্যাশা করেন বলে জানান আমিরাত প্রবাসীরা।

সোমবার বাংলাদেশ সমিতি শারজাহ'র হলরুমে এ মতবিনিময় সভায় প্রবাসীদের কাছে থেকে বিভিন্ন অভিযোগ ও পরামর্শ নেন দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।

বিভিন্ন দাবি ও অভিযোগের প্রেক্ষিতে কনসাল জেনারেল রাশেদুজ্জামান প্রবাসীদের সমস্যার সমাধান ও কনস্যুলার সেবাসমূহ আরো সহজিকরণ করার উদ্যোগ গ্রহণের ব্যাপারে জানিয়েছেন। কনস্যুলেটে সেবা নিতে গিয়ে প্রবাসীরা অসদাচরণের শিকার হওয়ার এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন রাশেদুজ্জামান। এসময় প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানান তিনি। পাশাপাশি প্রতিযোগিতামূলক শ্রম বাজারে টিকে থাকতে নিজেদের দক্ষতা প্রমাণ করার জন্য সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান করেন৷ সাধারণ প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয়ের ব্যাপারে আগ্রহী হওয়ারও পরামর্শ দেন তিনি।

মতবিনিময় সভায় শারজাহস্থ বিভিন্ন কোম্পানিতে কর্মরত প্রায় ২ শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে