পর্তুগালের রাজধানী লিসবনের স্থানীয়একটি রেস্টুরেন্টের হল রুমে রোববার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
পর্তুগাল যুবদল নেতা ইমদাদুর রহমান স্বপনের সভাপতিত্বে এবং যুবদল নেতা মর্তুজ আলী, আব্দুল লতিফ অনিক ও এস এম কাওছার আলম এর যৌথ সঞ্চালনায় কোরআন থেকে তেলওয়াত করেন যুবদল নেতা ক্বারী সায়েম আহমদ।
অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল হক, যুগ্ম আহবায়ক আজমদ আহমদ, যুগ্ম আহবায়ক সামসুজ্জামান জামান, যুগ্ম আহবায়ক হাকিম মিনহাজ, যুগ্ম আহবায়ক এম কে নাসির, বিএনপি নেতা মইন উদ্দীন , আহবায়ক কমিঠির সদস্য সাইদুর রহমান, আব্দুল হাসিব, তোফায়েল আহমদ, কাজী এমদাদ, সৈয়দ নিজামুর রহমান টিপু, লিটন আহমদ, মোহাম্মদ জামিল, জাহেদ আহমদ, মোজ্জামেল কয়েস,তারেক আহমদ, যুবদল নেতা জাবেদ হক, আনোয়ার হোসেন সিহাব, পর্তুগাল সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুজন মিয়া, যুবদল নেতা সুমন মিয়া, আলমাস উদ্দীন চঞ্চল, মাহাদি হাসান মুন্না, পর্তুগাল জাসাসের আহবায়ক ইমরান আহমদ ইমু, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন ,সদস্য সচিব কাজী মইনুল হক , ইঞ্জিনিয়ার নিরব, সাইপ্রাস যুবদলের সাবেক আহবায়ক ফ্রান্স যুবদল নেতা নাজমুল ইসলাম সায়েম, সাবেক ছাত্রদল নেতা মোস্তফা কামাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশে বিদেশে এতোদিন যারা সন্ত্রাসী, চাঁদাবাজি করেছে তাদের রুখে দিতে হবে। এবং যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেবে না এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে এবং জনগণকে তাঁদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে যুবদল অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে।
যুবদল নেতারা তাদের বক্তব্যে আরো বলেন পর্তুগালে জাতীয়তাবাদী যুব শক্তিকে একটি প্লাটফর্মে রাখার জন্যে পর্তুগাল যুবদলের পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্যে ঊর্ধ্বতন নেতাদের কাছে অনুরোধ করেন এবং সর্বশেষ নেতাকর্মীদের নিয়ে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
যাযাদি/ এসএম