মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পবিপ্রবিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য দূরীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

পবিপ্রবি প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১৯:৪৮
পবিপ্রবিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য দূরীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান
ছবি: যায়যায়দিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য দূরীকরণসহ তিন দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ পবিপ্রবি শাখা।

২৯ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১টায় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রকৌশলী অধিকার আন্দোলন পবিপ্রবি শাখার কো-অর্ডিনেটর হাসান আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক জামাল হোসেন এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা যে তিনটি মূল দাবি তুলে ধরেন, তা হলো—

১. সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) বা সমমান পদে প্রবেশের জন্য বাধ্যতামূলকভাবে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে বা অন্য নামে সমমান পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ রাখা যাবে না।

২. উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) বা সমমান পদে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের জন্য পরীক্ষার মাধ্যমে সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না—এই মর্মে একটি আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।

প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতারা জানান, এই দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর কর্মসূচির দিকে এগিয়ে যাবেন এবং প্রয়োজনে কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে