পবিপ্রবিতে ভেটেরিনারি দিবস: গবেষণা, শিক্ষা ও সেবার মেলবন্ধন
প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ১১:২৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের (ভিএসএ) উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “Animal Health Takes A Team”। গবেষণা, শিক্ষা এবং সেবার অনন্য মেলবন্ধনে দিবসটি পালন করে ভেটেরিনারি শিক্ষার্থীরা প্রাণিস্বাস্থ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।
২৬ এপ্রিল দিবাগত রাত ১২টা ১ মিনিটে ক্ষণগণনার মধ্য দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম। ভিএসএ সভাপতি প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম তন্ময়, সাধারণ সম্পাদক অর্জুন দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আতশবাজির আলোকছটায় প্রাণবন্ত হয়ে ওঠে।
২৭ এপ্রিল সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ও ভিএসএ সভাপতি প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর এক বর্ণাঢ্য র্যালি একাডেমিক ভবন থেকে শুরু হয়ে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে শেষ হয়।
অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ.কে.এম. মোস্তফা আনোয়ার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি ভেটেরিনারি সেক্টরের বর্তমান অবস্থা ও ভবিষ্যত উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশীদ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. মো. লুতফুর রহমান।
ভিএসএ সাধারণ সম্পাদক অর্জুন দাস বলেন, "আজকের এই দিনটি আমাদের জন্য অনুপ্রেরণার। দেশের গুণী ভেটেরিনারিয়ানদের সঙ্গে একমঞ্চে থাকা শিক্ষার্থীদের জন্য বিশাল প্রাপ্তি।"
সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম তন্ময় বলেন, "ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রাণিস্বাস্থ্য, মানবস্বাস্থ্য ও পরিবেশের সমন্বয়ে 'One Health' ধারণাকে সামনে রেখে কাজ করবো।"
উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বলেন, "প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় একক প্রচেষ্টা নয়, বরং এটি গবেষক, কৃষক, চিকিৎসক, প্রশাসকসহ পুরো সমাজের সম্মিলিত চেষ্টার বিষয়। ভেটেরিনারি দিবসের এবারের প্রতিপাদ্য আমাদের সে বার্তাই দেয়।"
সন্ধ্যায় বরিশাল ক্যাম্পাস মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৮ এপ্রিল দিবসের দ্বিতীয় দিনে ভেটেরিনারি টিচিং হসপিটালে বিনামূল্যে প্রাণীদের চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়, যা প্রাণিসম্পদ সেবায় এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।
যাযাদি/ এসএম