রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ভিসিকে কেন নামাইলি বলে কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা ‎

‎খুলনা অ‌ফিস
  ২৬ এপ্রিল ২০২৫, ২২:৩৭
ভিসিকে কেন নামাইলি বলে কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা ‎
আহত শিক্ষার্থী

‎‎ভিসিকে কেন নামাইলি এবং নামায়ে কেন আনন্দ মিছিল করলি প্রশ্ন করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) শিক্ষার্থীদের উপর হামলা করে বহিরাগত ১০-১২ জন লোকের একটা গ্রুপ।

‎আজ ২৬ এপ্রিল,শনিবার রাত আটটার দিকে ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা সংঘটিত হয়।এতে ১৯ ব্যাচের চারজন শিক্ষার্থী আহত হয়।আহতরা হলেন মোহন,শেখ মুজাহিদ,গালিব রাহাত,মোঃ ওবায়দুল্লাহ।

‎আহতদের একজন মোহন নামের শিক্ষার্থী জানায়,রাত ৮ টার দিকে তারা ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এক ফুচকার দোকানে ফুচকা খেতে যায়।সেখানে ১০-১২ জন বহিরাগত তাদেরকে ডাক দিলে তারা বলে, আমরা কুয়েটের শিক্ষার্থী যা বলার এখানে বলেন।

‎তিনি আরও জানান,পরবর্তীতে ধাক্কাতে ধাক্কাতে গালিব রাহাতকে পাশের একটা দোকানে নিয়ে যায় এবং মারতে শুরু করে।মারধরের সময় তারা বলে,ভিসিকে কেন নামায়লি এবং নামায়ে কেন আনন্দ মিছিল করলি?

‎আক্রমণকারীদের কাউকে চিনতে পেরেছে কিনা প্রশ্নের জবাবে এই শিক্ষার্থী বলেন,আমরা ধারণা করেছি কারা ছিল এবং একজনকে চিনতে পেরেছি।তবে ক্রস চেক না করে তিনি নাম বলতে রাজি হননি।

‎পরবর্তীতে মুজাহিদ,মোহন এবং ওবায়দুল্লাহ সবাইকেই মারধর করে।পরবর্তীতে শিক্ষার্থীরা আহত অবস্থায় ক্যাম্পাসে এসে ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে ভর্তি হয়।

‎এদিকে কর্তব্যরত চিকিৎসক সানজিদা রুম্পাকে আহতদের শারিরীক অবস্থার ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

‎এদিকে শিক্ষার্থীদের উপর আবারও বহিরাগতদের হামলার প্রতিবাদে রাত সাড়ে দশটায় একটা প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা।

‎এই হামলাকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতায় ভূগছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে