শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল, সম্পাদক জুয়েল রানা

ঢাবি প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৫, ২০:২৭
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল, সম্পাদক জুয়েল রানা
ফাইল ছবি

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বা‌চিত হ‌য়ে‌ছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক হ‌য়ে‌ছেন তেজগাঁও ডিভিশনের এডিসি মো: জুয়েল রানা। আজ শুক্রবার অফিসার্স ক্লাব ঢাকায় এই কমিটি গঠন করা হয়।

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৪ বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশন এক বিশেষ সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠনসংক্রান্ত আলোচনা করা হয়। এমতবস্থায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এই নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মানসুর আলী, ডিসিটি, কর ক্যাডার এবং সদস্য হিসাবে আবিদুর রহমান, সিনিয়র সহকারী সচিব, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর একান্ত সচিব এবং রাসেল মনির, অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ হিসেবে মনোনীত হোন। পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে দুই সদস্যদের কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটিতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মো. আজিজুর রহমান , সিনিয়র সহাকারী সচিব , পরিকল্পনা কমিশন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নব-নির্বাচিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে