শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ইয়াহিয়া সিনাওয়ারের নামে কুবি ছাত্রশিবিরের ‘পানি কর্নার’

কুবি প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৫, ১৯:৫১
ইয়াহিয়া সিনাওয়ারের নামে কুবি ছাত্রশিবিরের ‘পানি কর্নার’
শিবিরের পানি কর্নারে অভিভাবক ও শিক্ষার্থীদের ভির

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফিলিস্তিন স্বাধীনতা আন্দোলন হামাস প্রধান শহিদ ইয়াহিয়া সিনাওয়ারের নামে পানি কর্নার স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুবি শাখা। এছাড়া শহিদ মীর মুগ্ধের নামেও পানি কর্নার স্থাপন করেছে সংগঠনটি।

শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহায়তা দিতে এই কর্নারের আয়োজন করা হয়। বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলে এই ইউনিটের ভর্তি পরীক্ষা। এর আগে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে 'সি' (বাণিজ্য) ও 'এ' (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুবি শাখার সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, ছাত্রশিবির শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি একটি আদর্শিক পরিবার, যারা সবসময় মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে ধারণ করে কাজ করে। এর অংশ হিসেবে আমরা এই পানি কর্নার চালু করেছি, যাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা একটি বন্ধুসুলভ ও সহযোগিতামূলক পরিবেশ পায়।

তিনি বলেন, এই কর্নারটি শুধু পানির জন্য নয়, এটি এক মানবিক বার্তা বহন করে। শহিদ ইয়াহিয়া সিনাওয়ার ছিলেন এক সাহসী প্রতিরোধের প্রতীক। তার আত্মত্যাগ ও ন্যায়ের সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দেয়।

ইউসুফ ইসলাহী আরও বলেন, আমরা চাই- নতুন প্রজন্ম এই আদর্শকে জানুক এবং মানবতার পক্ষে অবস্থান নিতে শিখুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে