শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

খুবির সাতক্ষীরা স্টুডেন্ট ফোরামের সভাপতি আরিফুল, সম্পাদক আমিনুর

খুবি প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৫, ১২:০৪
খুবির সাতক্ষীরা স্টুডেন্ট ফোরামের সভাপতি আরিফুল, সম্পাদক আমিনুর
ছবি: যায়যায়দিন

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন সাতক্ষীরা স্টুডেন্ট ফোরাম ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম সভাপতি এবং মৃত্তিকা পানি ও পরিবেশ ডিসিপ্লিন ৪র্থ বর্ষের শিক্ষার্থী আমিনুর রহমানকে সাধারণ সম্পাদক করে বুধবার (২৩ এপ্রিল) এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অয়ন চক্রবর্তী, মোঃ আমীনূল এহসান, মোছাঃ সুমাইয়া খাতুন, কোষাধ্যক্ষ আল মামুন হোসাইন, সহ-কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুল্লাহ, সাংগাঠনিক সম্পাদক রাজু আহমেদ, সহ-সাংগাঠনিক সম্পাদক আল আমিন এবং নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মোশারফ, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, সহ-দপ্তর সম্পাদক মোকাররম বিল্যাহ, প্রচার সম্পাদক মোস্তাকিন রনি, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার পারভেজ।

এছাড়া নারী বিষয়ক সম্পাদক অনামিকা সরকার, সহ- নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া সুলতানা এবং শানজিদা করবী মিশু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আবু বাক্কার সিদ্দিক, সহ- সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসেন, ক্রীড়া সম্পাদক শরফুল আলম গাজী, সহ-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান এবং নাহিদ হাসান

কার্যনির্বাহী সদস্যরা হলেন, শেখ সাদমান সাকিব তামিম, মোছাঃ রওশনারা পারভীন, মোঃ সাব্বির হোসেন সাগর, শুভজিৎ বাছাড়, উৎপল কুমার মণ্ডল, মোছাঃ সাদিয়া খাতুন, তানভীর হোসেন নাজিম, সান্টু ঘোষ দায়িত্ব পেয়েছে।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা স্টুডেন্ট ফোরাম একটি স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন। নিজেদের ব্যক্তিত্ব বিকাশ এবং সমাজসেবাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে কয়েক বছর ধরে চলমান রয়েছে এই সংগঠনের পথচলা। বৃক্ষ রোপন, ভর্তি পরিক্ষা সহায়তা, রক্ত দান, অসহায় মানুষের পাশে দাড়ানো, ইফতার ও ইদ সামগ্রী বিতরণ সহ অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে সংগঠনটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে