কুয়েটের শিক্ষার্থীরা তাদের সবটুকু দিয়ে সেই কথা রাখল: আবরার ফাইয়াজ
প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ০৯:২১

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ভাই ও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাইয়াজ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, রাজনীতিমুক্ত ক্যাম্পাসে কুয়েটের শিক্ষার্থীরা তাদের সবটুকু দিয়ে কথা রাখল।
কুয়েটের ভিসি মাসুদের পতন হয়েছে উল্লেখ করে আবরার ফাইয়াজ ফেসবুকে লেখেন, ‘সম্মান বাঁচাতে পদত্যাগ বলে চালানোর চেষ্টা করতে পারে। কিন্তু এই ঘটনাকে পদত্যাগ বলার কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, ৫ আগস্টের পরে প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানই নিজেদের রাজনীতিমুক্ত ঘোষণা করেছিল। কিন্তু হাতেগোনা কয়েকটা বাদে কেউই সেই অবস্থান ধরে রাখতে পারেনি। কিন্তু কুয়েটের শিক্ষার্থীরা তাদের সবটুকু দিয়ে সেই কথা রাখল।
ভবিষ্যতে বাংলাদেশের ক্যাম্পাসগুলো নিরাপদ করতে কুয়েটের এই আন্দোলনে বিজয়ী হওয়ার কোনো বিকল্প ছিল না উল্লেখ করে আবরার ফাইয়াজ বলেন, কুয়েট পথ দেখিয়ে দিলো সবাইকে।
আশা করি, আমাদের রাজনৈতিক দলগুলো এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাসের আকাঙ্ক্ষাকে দেশের স্বার্থেই সম্মান জানাবে। অভিনন্দন কুয়েট, Now take rest, my brothers. ইনকিলাব জিন্দাবাদ।