বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কুয়েট শিক্ষার্থীদের কফিন মিছিল

খুলনা অ‌ফিস
  ২৩ এপ্রিল ২০২৫, ২০:১০
কুয়েট শিক্ষার্থীদের কফিন মিছিল
ছবি: যায়যায়দিন

‎খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) এর ভিসি ড. মুহাম্মাদ মাছুদকে অপসারণের দাবিতে কাফন মিছিল করেছে কুয়েট শিক্ষার্থীরা।

‎ভিসিকে অপসারণের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশনের ৫২ ঘণ্টা অতিবাহিত হলেও ভিসিকে অপসারণ করা না হলে আজ বুধবার,এপ্রিল ২৩,২০২৫ তারিখে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কফিন মিছিল বের করে শিক্ষার্থীরা।

‎মিছিলে সাদা কাপড়ে আবৃত প্রতীকী লাশ নিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা।সকল শিক্ষার্থীরা মাথায় সাদা কাপড় পড়ে মিছিলে অংশগ্রহণ করেন।

‎মিছিলটি বিশ্ববিদ্যালয়ের এসডাবলিউসি থেকে শুরু হয়ে আবাসিক হলগুলোকে অতিক্রম করে,মেডিকেল সেন্টার,টিচার্স ডরমেটরি হয়ে প্রশাসনিক ভবনের সামনে কিছুক্ষণ অবস্থান করে।পরবর্তীতে মিছিলটি সিভিল এবং ইইই ভবন পার হয়ে এসডাবলিউসিতে এসে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা, আমার ভাই মরছে, ভিসি কেন হাসছে, আমার ভাই অনশনে, ভিসি কেন নিজ আসনে, দেখ ভিসি চোখে খুলে, আমরা গুটি কয়েক নারে সহ নানা ধরনের স্লোগান দেয়।

‎ভিন্নধর্মী এই মিছিলের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক সিভিল ২১ ব্যাচের এক শিক্ষার্থী জানায়,আমাদের ভাইয়েরা যারা অনশনরত অবস্থায় আছে।তারা প্রায় মৃত্যু শয্যায় সজ্জিত।

আমাদের এই কফিন মিছিলের উদ্দেশ্য হচ্ছে সারাদেশের সামনে তুলে ধরা এই ভিসির কাছে আমাদের ভাইদের লাশ বড় নাকি তার গদি বড়।ভিসিকেও আমরা এই বার্তা দিতে চেয়েছি যে তিনি কি গদি ছাড়বেন নাকি আমাদের লাশ গ্রহণ করবেন।

উল্লেখ্য শিক্ষার্থীরা গত ২১ এপ্রিল বেলা ৩ টা থেকে ভিসিকে অপসারণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন।

শিক্ষার্থীদের পরিস্থিতি পর্যালোচনা করতে আজকে বুধবার,২৩ এপ্রিল মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসির প্রতিনিধিদল কুয়েট ভিজিটে এসেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে