আমাদেরকে সাস্ট হতে দিয়েন না শিক্ষা উপদেষ্টাকে কুয়েট শিক্ষার্থীরা
প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১৭:৪৬

আমাদেরকে হাসিনা আমলের সাস্ট হতে দিয়েন না।তাহলে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় কুয়েট হবে।শিক্ষা উপদেষ্টাকে এমন অনুরোধ জানান কুয়েটের অনশনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এমন অনুরোধে শিক্ষা উপদেষ্টা বলেন,আমার সেই নৈতিক সাহস আছে বলেই আমি এখানে এসেছি।
আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ৯ টা ৪০ মিনিটের দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) এর আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের এসডাবলিউসিতে উপস্থিত হন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।
তিনি শিক্ষার্থীদেরকে অনশন ভাঙার অনুরোধ জানান।তিনি বলেন,এই গরমে অনশনে থেকে তোমরা তোমাদের দৃঢ়তা প্রদর্শন করেছো।তদন্ত কমিটি আসছে,প্রক্রিয়া চলমান আছে।তোমরা অনশন থেকে সরে আসো।কালকে আমি তোমাদেরকে আহ্বান জানিয়েছিলাম।আজকে তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি।তোমাদের এই অবস্থার কথা শুনে আমি রাতে ঘুমাতে পারিনি।
উপদেষ্টার অনুরোধের উত্তরে জামান উপল সিএসই ২০ ব্যাচের শিক্ষার্থী বলেন,স্যার আমার খুব পানির পিপাসা পেয়েছে।আপনি আগে ভিসিকে অপসারণ করেন।
এদিকে উপদেষ্টার এমন প্রস্তাবে অনাস্থা প্রকাশ করে আব্দুল্লাহ আল সৈকত নামের আরেকজন অনশনরত শিক্ষার্থী বলেন,দুইমাস আগে আমাদের উপর হামলা করা হয়েছে।এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।বরং আমাদেরকেই হামলা,মামলা,বহিষ্কার এবং জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে।
সৈকতের এমন কথার জবাবে উপদেষ্টা মহোদয় নিজে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে এটা নিয়ে আলাপ করবেন বলে জানান।
পরবর্তীতে আবারও শিক্ষা উপদেষ্টা তাদেরকে অনশন থেকে সরে আসার অনুরোধ জানিয়ে বলেন,বিশ্ববিদ্যালয় একটা আইনী প্রক্রিয়ার মাধ্যমে চলে।এটা না হলে পরবর্তীতে হাইকোর্ট আমাদের পদক্ষেপকে অবৈধ হিসেবে রায় দিলে আমাদের কিছু করার থাকবে না।
শিক্ষার্থীদের সাথে কথা বলার শেষে প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা বলেন,শিক্ষার্থীদের অভিজ্ঞতার ফলে তারা সকলের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে।তবে আমি আসার পরে কিছুটা হলেও আস্থা ফিরে এসেছে।
পরবর্তীতে প্রশাসনকে পানি,ওয়াইফাই,খাবার এবং শিক্ষার্থীদের অন্যান্য অভিযোগ সম্পর্কে দ্রুত পদক্ষেপ নেওয়ায় নির্দেশ দেন উপদেষ্টা মহোদয়।
উল্লেখ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা চলাকালীন সময়েই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে ৫ থেকে ৬ জন অনশনরত শিক্ষার্থী।তাদেরকে দ্রুত মেডিকেল সেন্টারে স্থানন্তর করা হয়।