কুয়েট বাঁচাতে খুবি শিক্ষার্থীদের খুলনা জিরো পয়েন্ট ব্লকেড
প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১৫:৫২

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ‘কুয়েট বাঁচাতে খুলনা জিরো পয়েন্ট ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারাই ধারাবাহিকতায় দুপুর ২টা থেকে খুলনা জিরো পয়েন্ট ব্লকেড করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ব্লকেড কর্মসূচিটি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে দুপুর ২টায় শুরু হয়ে ৩.৩০ এ জিরো পয়েন্ট মোড়ে শেষ হয়। শিক্ষার্থীরা মিছিল নিয়ে জিরো পয়েন্টে অবস্থান নেই এবং ব্লকেট কর্মসূচি শুরু করে। এ সময় শিক্ষার্থীরা নানান স্লোগান দিতে থাকে, "আপস না সংগ্রাম! সংগ্রাম সংগ্রাম", "দালালি না রাজপথ! রাজপথ রাজপথ", "দফা এক দাবি এক, ভিসি মাছুদের পদত্যাগ", "এক দুই তিন চার, মাছুদ তুই গদি ছাড়"।
এসময় খুবি শিক্ষার্থী হিজবুল্লা তামিম বলেন, ৫ আগস্টে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছি অন্য কোনো ফ্যাসিস্ট বসানোর জন্য না। কুয়েটে আমাদের ভাইয়েরা অনশনে মৃত্যুর মুখে আর ভিসি মাছুদ এসির বাতাসে বসে মজা নিচ্ছে। আমরা ভিসি মাসুদের অনতিবিলম্বে পদত্যাগ চাই।
বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, কুয়েট শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা এবং ৩৭ জনের বহিষ্কার নব্য ফ্যাসিস্টের প্রতিছবি। আমরা বলতে চাই অনতিবিলম্বে ভিসি মাছুদ পদত্যাগ না করলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আজ দেশের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বর্জনের কর্মসূচি পালন করছে।
এছাড়া গতকাল রাতে এক বিবৃতির মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা সকল ধরনের ক্লাস ও এসেসমেন্ট বর্জন করে।
যাযাদি/ এমএম