কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুয়েট শিক্ষার্থীদের 'ভিসি মাসুদ অপসারণের ' সাথে সংহতি প্রকাশ করে গণস্বাক্ষর ও প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়েছে।
অনশনে উপস্থিত শিক্ষার্থী হান্নান রহিম বলেন, ' কুয়েট ভিসি নির্লজতার চরম পর্যায়ে চলে গেছে । যেখানে সারাদেশ তার বিরুদ্ধে চলে যাওয়ার পরও সে নির্লজ্জতার আশ্রয় নিচ্ছে। তার মতে আন্দোলনে তার বিরোধী বেশি শিক্ষার্থী যায়নি। কিন্তু আমরা দেখেছি গতকাল কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণ স্বাক্ষর ও প্রতিকী অনশনের ডাক দিয়েছি। আমরা চাই খুব দ্রুত কুয়েট ভিসির পদত্যাগ করা হোক। তা না হলে আমরা আরও বড় ধরনের আন্দোলনে যাবো। '