বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে খুবিতে ক্লাস বর্জন

খুবি প্রতিনিধি
  ২৩ এপ্রিল ২০২৫, ১১:১৮
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে খুবিতে ক্লাস বর্জন
ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা সকল ধরনের ক্লাস ও এসেসমেন্ট বর্জন করেছে।

বুধবার (২৩ এপ্রিল) সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন ও প্রতীকী অনশন এবং বিক্ষোভ করবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারাই ধারাবাহিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ডাক দেয়। এছাড়াও আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ‘কুয়েট বাঁচাতে খুলনা জিরো পয়েন্ট ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদলের সাথে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে অনেকে আহত হন। এর জের ধরে ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩ এপ্রিল শিক্ষার্থীরা বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন।

এই পরিস্থিতিতে ১৪ এপ্রিল রাতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহিংসতার ঘটনায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে। একইসাথে, বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম ৪ মে এবং আবাসিক হলগুলো ২ মে খোলার ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরের দিন, ১৫ এপ্রিল দুপুরে তারা একের পর এক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং উপাচার্য মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন।

গত সোমবার (২১ এপ্রিল) বিকেলে স্টুডেন্টস ওয়েলফেয়ার সেন্টারের সামনে উপাচার্যের পদত্যাগের দাবিতে কুয়েটের ৩২ জন শিক্ষার্থী অনশন শুরু করেন। এর আগে, ২০ এপ্রিল এক দফা দাবি পূরণের জন্য আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে