মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পবিপ্রবিতে কৃষিবিদদের অধিকার আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ 

পবিপ্রবি প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৫, ১৯:০৩
পবিপ্রবিতে কৃষিবিদদের অধিকার আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ 
ছবি: যায়যায়দিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রশাসনিক ভবনের সামনে বিএসসি কৃষিবিদদের প্রতি চলমান বৈষম্যের বিরুদ্ধে এবং পাঁচ দফা দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ সমাবেশে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, বিভিন্ন অনুষদের ডিন এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

সমাবেশ চলাকালীন শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বক্তারা কৃষি শিক্ষার মর্যাদা এবং কৃষিবিদদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে নিম্নোক্ত বিষয়গুলো তুলে ধরেন:

১. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে পদোন্নতির (BADCসহ অন্যান্য) কোনো সুযোগ রাখা যাবে না এবং ১০ম গ্রেডের পোস্টসমূহকে গেজেটের আওতার বাইরে প্রচলিত কাঠামোতেই রাখতে হবে।

২. ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) চাকরিতে বিএসসি এবং ডিপ্লোমা উভয়ের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

৩. প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না।

৪. কৃষি/কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ “কৃষিবিদ” উপাধি ব্যবহার করতে পারবে না—এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

৫. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (ডিএই) এর অধীনেই রাখতে হবে এবং ডিএই-তে কর্মরতদের পদবী হবে "উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার"।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং আমি এতে সম্পূর্ণভাবে একমত। খুব শিগগিরই প্রধান উপদেষ্টা বরাবর এ বিষয়ে স্মারকলিপি প্রদান করা হবে।”

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে