শিক্ষার্থীদের দ্রুত সেবা প্রদানের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ই-সাইন সনদ সেবা চালুর চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিজিটাল সনদপত্র অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারবে, যা বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়, দূতাবাস কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তাৎক্ষণিকভাবে যাচাইযোগ্য হবে।
সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর মধ্যে ই-সাইন সেবা চালুর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয় ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “ই-সাইন সেবা চালুর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সময় ও কাগজপত্র যাচাইয়ের ঝামেলা থেকে অনেকটাই মুক্তি পাবে। আন্তর্জাতিক অঙ্গনে তারা সহজেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “এটি সময়োপযোগী একটি উদ্যোগ। বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদনকারীরা এই সুবিধার মাধ্যমে তাদের সনদপত্র সহজে যাচাই করাতে পারবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, স্কুল অব লাইফ সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
অন্যদিকে বিসিসি’র পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ মেহেদী হাসান, ইনচার্জ মোহাম্মদ মহিদুর রহমান ও আর্কিটেক্ট হাসান উজ জামান।
যাযাদি/এম