মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯
মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাবিতে বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রবিবার রাত ১টার দিকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।

এ সময় তারা ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়; জুলাইয়ের রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘সারা দেশে অপরাধ কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, কয়েকদিন ধরে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সোশ্যালে ভাইরাল হয়েছে। এসব বন্ধে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে আমরা দেখিনি। আজও মোহাম্মদপুর, বনশ্রী, ধানমন্ডিতে ছিনতাইকারী ও ডাকাতদের উপদ্রব ছিল। কেউ বাসা থেকে বের হতে নিরাপদবোধ করছে না, মানুষ আতঙ্কবোধ করছে। এমন পরিস্থিতিতে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন তারা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে