থমথমে কুয়েট, দাবি না মানলে ক্লাস-পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি
প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গতকালের সংঘর্ঘের ঘটনায় আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে দাবি না মানলে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুয়েটে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানান। বুধবার দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের সব ধরনের ক্লাস, পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা।
লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতা কর্মীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। এই পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সকলকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কুয়েটের ভেতরে ও বাইরে, কোনো প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না - এ সংক্রান্ত আদেশ জারি করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আজীবন বহিষ্কার এবং শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করতে হবে।
আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে এবং হামলায় আহত সকলের চিকিৎসা সংক্রান্ত ব্যয় ভার কুয়েট প্রশাসন থেকে বহন করতে হবে।
এদিকে বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভেতরে শিক্ষার্থীরা অবস্থান করছেন। থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুপুর ১টা পর্যন্ত অপেক্ষা করে শিক্ষার্থীরা আন্দোলনে নামতে পারেন বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে। অপরদিকে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়া খুলনার দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
যাযাদি/ এস