কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদের হাবিপ্রবিতে বিক্ষোভ
প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পূনরায় প্রধান ফটকের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে কুয়েটে শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর নিন্দা ও প্রতিবাদ জানায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এছাড়াও হামলায় জড়িত সকলকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা।
যাযাদি/ এস