খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারন শিক্ষার্থী ও শিক্ষকদের উপর নৃশংস হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদী মিছিল করে।
শিক্ষার্থীরা মিছিলে 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না', 'একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার', 'চব্বিশের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার', 'বায়ান্নর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার', 'রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়', 'কুয়েটে হামলা কেন? প্রশাসন জবাব চাই' সহ বিভিন্ন স্লোগান দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বলেন, 'আজকে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের প্রশাসনকে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে এর বিচার নিশ্চিত করতে হবে। আজকে ছাত্রদল যে লিখিত বিবৃতি দিছে তাতে তারা উল্লেখ করছে ছাত্রদলের ওপর হামলা করা হয়েছে। এটা অত্যন্ত হাস্যকর এবং ছাত্রলীগের মতো কার্যকলাপ। আমি ছাত্রদলের ভাইদের বলতে চাই আপনারা ছাত্রলীগের পথে হাঁটবেন না।'
তারা আরও বলেন, 'আমরা ছাত্রলীগকে দেশছাড়া করেছি। আপনারাও যদি তাদের পথে হাঁটেন তাহলে আপনাদেরকেও বিতাড়িত করতে দ্বিধাবোধ করবো না। কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না করলে সাধারণ শিক্ষার্থীরা মাঠ ছাড়বে না। ছাত্র রাজনীতির সংস্কার না হলে বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্ররাজনীতি চলবে না। অন্যথায় ক্যাম্পাসে এরকমই হামলা, সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকবে। আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলব, আপনারা যদি জুলাই অভ্যুত্থানের স্প্রিরিট ধরে রাখতে চান তাহলে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো দল যেন লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি না করতে পারে।')
যাযাদি/ এস