ইসলামী ছাত্রশিবির বাংলাদেশে বসবাসরত সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র করিডোরে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষের নৈতিক মূল্যবোধকে জাগ্রত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা ও একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরির জন্য সৎ, দক্ষ, যোগ্য নাগরিক তৈরি করার চেষ্টা করে ইসলামী ছাত্রশিবির। ইসলামী ছাত্রশিবির শুধুমাত্র একটি রাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। যার কাজ সবসময় একটি আদর্শ লালন করা, যে আদর্শ মানুষের পাশে দাঁড়ানো ও অধিকার আদায়ের কথা বলে। শিবির সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তাদের ধর্মীয় কোনা চর্চার বিষয়ে আমরা কথা বলতে পারি না। এসময় তিনি বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন।
সংগঠনের সেক্রেটারি ইউসুব আলীর সঞ্চালনায় বিভিন্ন ধর্মাবলম্বীর অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ‘অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমাদের আহ্বান’ নামক পুস্তিকা উপহার প্রদান করেন তারা।
এর আগে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। এসময় তারা শিবিরের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন।
যাযাদি/ এস