চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের বিশাল র্যালি ও সমাবেশ
প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০০

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে র্যালি ও সমাবেশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা। র্যালিটি লোহাগাড়া থানা রাস্তার মাথা থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলী মোটর স্টেশনে এসে শেষ হয়। পরে বেষ্ট চৌধুরী প্লাজা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সেক্রেটারি ডি.এম. আসহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি আলী হোসাইন।
প্রধান অতিথি বলেন, আমরা আল্লাহ তায়ালার দেয়া বিধান ও তার প্রেরিত রাসুল (সা.)’র আদর্শে বিশ্বাসী। ছাত্রশিবিরের সে আদর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাধীনতা পরবর্তী সময়ে যে শিক্ষা ব্যবস্থা চেয়েছি সে শিক্ষা ব্যবস্থা আমরা এখনো পাইনি।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা ব্যবস্থা চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পরিশেষে তিনি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি ও বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
যাযাদি/ এস